আমাদের কথা খুঁজে নিন

   

চিকিৎসক সমাচার

আমাদের দেশে দালাল শব্দটার উৎপত্তি মনে হয় ৭১ এর ঘাতক দালাল রাজাকারদের কাছ থেকে। পরবর্তিতে এই ৩ অক্ষরের শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার হয়েছে। যার মধ্যে আছে জমির দালাল,পাসপোর্ট অফিসের দালাল,পতিতার দালাল,গরুর দালাল,ভারতের দালাল,এবং হাসপাতালের দালাল। ইন্টার্ন শেষ করেই অর্থের তাড়নায় নরসিংদী এক ক্লিনিকে খেপে গিয়েছ িলাম। ৪ সদস্যের একটা দালাল চক্র ছিল নরসিংদী সদর হাসপাতালের আশেপাশে,যাদের কাজ ছিল গ্রাম থেকে শহরে আশা রোগীকে ভাগিয়ে ক্লিনিকে নিয়ে আছে।

ক্লিনিকে রোগীকে দেখার পর, বেবস্থাপত্রে ডাক্তার ইনভেস্টিগেসান দিক আর না দিক ডাক্তারের নাম ভাঙ্গিয়ে প্রতিটা রোগীকে তারা মিনিমাম ১ হাজার টাকার পরিক্ষা করিয়ে নিত। পরবর্তিতে রিপর্টসহ যখন রোগী ডাক্তারকে পুনরায় দেখাত তখন এতগুলো রিপোর্ট দেখে ডাক্তারের হতবাক হওয়া ছাড়া উপায় কি। সদ্য ইন্টার্ন শেষ করা এক তরুন ডাক্তার এই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে চরম হিনমন্যতায় ভুগে। ক্লিনিক মালিকেরা ডাক্তারের ঘাড়ে বন্দুক রেখে অসহায় মানুসগুলাকে এভাবে খুন করে যাচ্ছে প্রতিনিয়ত। খুব বেশি সাহসী ডাক্তার না হলে এই দালাল চক্রের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না।

গ্রাম থেকে শহরে চিকিত্‌সা করতে আসা রুগিরাই এই দালালদের খপ্পরে পরে। সরকারি হাসপাতালের অলিতেগলিতে এদের অবস্থান। রোগীকে ভুংভাং বুঝিয়ে তাকে পাশের ক্লিনিকে নিয়ে গিয়ে মোটা অঙ্কের কমিশন খায়,আর সেই কমিশনের টাকা উঠাতে গিয়ে ক্লিনিক মালিক রোগীর উপর চালায় স্টিম রোলার। যার দায়ভার পরবর্তিতে পুরোটাই ডাক্তারের ঘাড়ে এসে পরে। শুরু হয়ে যায় কসাই ডাক্তার কর্তৃক রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ।

এই দালালদের উত্‌খাত করার ব্যাপারে কারো কোন মাথাব্যাথা নাই, এদের জন্যে গরিব অসহায় রোগীরা প্রতিনিয়ত জে দুর্ভগের সিকার হচ্ছে সেটা দেখার কেউ নাই। শুধু ঈদের দিন ডাক্তার হাসপাতালে দুইজন কম থাকলেই যেন রোগীর দুর্ভগ শুরু হয়ে যায়। সাংবাদিক,পুলিশ যথাযথ কত্রিপক্ষ এদের ব্যাপারে সন্দেহজনকভাবেই নিরব। চলেন আমারা ডাক্তারেরা নতুন করে আবার আরেকটা ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করি। হাসপাতালে হাসপাতালে দালাল প্রতিরোধ করি।

(সংগৃহীত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.