আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: অপুরুষের বায়োডাটা

দাগ খতিয়ান নাইতো আমার/ঘুরি আতাইর পাতাইর...

হুজুর, ওই যে ইয়া মোটা আকাশ দখলে তোমার, সেখানেই গোধুলির পটে দেখেছি একটি লাল বিজ্ঞাপন। অতঃপর আয়েশে পড়িলাম। আপনার বহুমুখি গণতন্ত্রপ্রকল্পে বুভুক্ষ শ্রমিক নেওয়া হইবে। ড্রেন সাফসুতরো করিবার লক্ষ্যে আপনার মহাপ্রকল্পের একজন আগ্রাসী, মারকুটে হাভাতে শ্রমিক আমি। ভাঙ্গন ভালবেসে আপনার পায়ে আর্জি দিলাম।

দৃষ্টির ক্যাম্পাসে উড়িয়ে দিলাম আপনাকে। আমাকে গ্রহণ করুন হে লালকৃষ্ণচূড়া প্রেমিক। জোরসে বলছি। আমি রাঙ্গিয়ে দেব আপনার দখলীয় জমিন। আমার সবুজভূমিকেও করে দেব আপনার নিরাপদ আশ্রয়; দোহাই মনিব, গোলাম কে পাঠ করুনÑ নাম: বেওয়ারিশ পিতা: শাদাশংকর মাতা: বনহরিণী ঠিকানা: নিদানপুর জাতীয়তা: গোলামী ধর্ম: জলপানি শিক্ষাগত যোগ্যতা: গুয়ানতানামো বন্ধী শিবির পাশ বয়স: আফগানইরাকফিলিস্তিন শিশুর ঝরা পালক কর্ম জীবনের লক্ষ্য-উদ্দেশ্য: রক্ত মাংস টগবগালে ঝাঁপ দেই খুনের নদীতে।

হিম হয়ে এলে জলের আয়নায় ছুড়ে দেই বিখন্ড আয়ু। ফিরে এলে আবার ছুড়ে মারি কাঁচের নদীতে, বোতলে ডুবে মাতি হনন নৃত্যে। এভাবে চলতে থাকে ঘন্টা সেকেন্ড, ছুটতে থাকে রেল, চলতে থাকে নদী, বাড়তে থাকে আয়ু, ডুবতে থাকে সময়, ঝরতে থাকে বৃষ্টি, ফুটতে থাকে ফুল! আকাশে যাযাবর মেঘ গুলো উড়লেও থামানোর শক্তি রাখি। পাখির সঙ্গীতও থেমে যায় আমার মন্ত্রে!!! বুজলেন মাবুদ, সহাস্যে বইতে পারব আপনার সকল মহা প্রকল্পের ভার, বৈভবে ভইরা দিমু আপনার উগাইর!!! অতএব, হুজুর আপনার জোরগড়ায় ঠাই দিলে চৌকাটে ঝুলিয়ে রাখব রাইসের হাসি। টমাহক ক্লাস্টারে গুড়িয়ে দেব তাসখন্দ বোখার।

কবুল কর মাবুদ,-আরজগোজারÑ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.