আমাদের কথা খুঁজে নিন

   

আগুন কেবলই পোড়ায়

আমি বোহেমিয়ান বালক। মানবিক ভালবাসার বড়ই কাঙাল। ব্যস এটুকুই। ও হ্যা, ভালবাসি আশ্চর্য মেঘদল।

বুকের সবুজ বনাঞ্চলে আগুন লেগেছে হে, পুড়ে যাচ্ছে একটু একটু করে সবুজ, মাটি, গাছ, পাখীর বাসা।

এতবছর ধরে যে সবুজ ছড়িয়েছে নিজের সজীবতা চতুর্দিকে, আজ হঠাৎ কোথথেকে একটুকরো আগুন জ্বালিয়ে দিল দাবানল। ব্যাস, সব জল ফুরিয়ে গেল পৃথিবীর, একফোটা জল নেই কোথাও। এ আগুন পুড়ে পুড়ে কতদুর যাবে কেউ জানেনা, এমনকি ঈশ্বরও না। ঈশ্বরের মত সবাই জানে শুধু আগুন কেবলই পোড়াই। জল না পেলে সে আগুন নিভেনা কখনো।

এখন সবাই জানে বনের সবুজ আর একটুও থাকবেনা, আগুনে অঙ্গার হবে, পুড়ে পুড়ে ছাই হবে, সবুজ,মাটি,গাছ,পাখির বাসা। সেই সাথে পুড়ে যাবে সুখ, স্মৃতি, আনন্দ, খুশি। এমনকি ঈশ্বরেরও ক্ষমতা নেই এ আগুন থামাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.