আমাদের কথা খুঁজে নিন

   

”খোদা” না বলে ”আল্লাহ” বলুন।

দুনিয়া ঐ ব্যক্তিরই থাকার জায়গা যার থাকার কোন জায়গা নেই। আর ঐ ব্যক্তির জন্যই সম্পদ যার জ্ঞান বুদ্ধি নেই।

”খোদা” না বলে ”আল্লাহ” বলুন। “Allah” the only name of our creator. আল্লাহর সমস্ত নাম ও গুনাবলীর প্রতি একক ভাবে বিশ্বাস করা আমাদের ঈমানী দ্বায়িত্ব ও কর্তব্য। এবং এটি তাওহীদের ও একটি অংশ।

আল্লাহর ৯৯ টি বরকতময় নামেরও অধিক নাম রয়েছে। আল্লাহ পাকের সমস- নাম ও গুনাবলীর কোন সাদৃশ্য ছাড়া সৃষ্টির অন্য বিকল্প কোন মর্ম উদ্ধার করার চেষ্টা করা ছাড়া এবং কোন অর্থ বিকৃত না করা ও মনে প্রাণে বিশ্বাস রাখাকে তাওহীদে আসমা ওয়াস সিফাত বলা হয়। ”আল্লাহ এমন একটি গুনবাচক এবং মহিমান্বিত নাম যার সাথে অন্য কোন নামের তুলনাই হয়না এবং যে নামের অন্য কোন প্রতিশব্দ নেই। যেমনঃ- অনেকে বলে God এর স্ত্রী লিঙ্গ Goddess ঈশ্বর-ঈশ্বরী, ভগবান-ভগবতী, কিন' ”আল্লাহ” এমন একটি সুন্দরতম বরকতময় নাম যার কোন বিকল্প নেই। আল্লাহর যতগুলো নাম রয়েছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট এবং স্বত্তাগত ও জাতিগত নাম ”আল্লাহ”।

একবার আল্লাহ বললে অনেক নেকীর আশা করা যায়। কিন' দুঃখের বিষয় হলেও সত্যিযে, আমরা আল্লাহকে ”আল্লাহ” না বলে ”খোদা” বলে ডাকি। অথচ এই খোদা শব্দটি পবিত্র কোরআন এবং হাদিসে উল্ল্যেখ নেই। এই খোদা শব্দটি এসেছে ফার্সী শব্দ খোদ + আ থেকে যার কোন অসি-ত্ব আল কোরআন ও হাদিসে না থাকাতে এতে কোন নেকী আশা করা যায়না। সুতরাং আমাদেরকে এই খোদা শব্দটা বর্জন করা একান- অপরিহার্য।

আমরা সকলেই নেকীর আশা করি তাই সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি উদ্বাত্ত আহ্বান আসুন আমরা মহান আল্লাহকে ”খোদা” না বলে ”আল্লাহ” বলে ডাকি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।