আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বেস্ট এয়ার বৃত্তান্ত......!!!!!



ভাবছিলাম এবার দেশে ফিরলে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাব চীনের কুনমিং। শুনলাম আমাদের দেশের নতুন এয়ারলাইনস বেস্ট এয়ার কুনমিং যায়। তো ভাড়া সংক্রান্ত তথ্য শিওর হবার জন্য আজকে সকালে তাদের অফিসে ফোন করলাম। উইকএন্ড হবার কারনেই মনে হয় লাইন পেলাম না, তো তাদের অনেক নম্বরে চেষ্টা করে যেই লাইন পেলাম। একটি মেয়ের কন্ঠ শুনতে পেলাম ১০/১২ বছর বয়সী।

জানতে চাইলাম বেস্ট এয়ার কিনা ? ওই মেয়ে যা জবাব দিল তাতে তো আক্কেলগুড়ুম অবস্থা, এ নম্বরটা নাকি এখন বাসায় ব্যবহৃত হয়। অফিস থেকে এই লাইন বাসায় আনা হয়েছে। আর অফিসের নম্বর অন্যগুলো। ভাবতে চেষ্টা করলাম যদি কোন পর্যটক এই নম্বরে ফোন করে টিকিট কনফার্মেশন জানতে চায় বা ইনকোয়্যারী করে তবে বাংলাদেশ কিংবা ওই এয়ারলাইন্স সম্মন্ধে তার ধারনাটাই বা কেমন হবে। আমরা বাঙ্গালী জাতি কি কোন বিষয়েই সিরিয়াস হবনা, সব সময়ে স্রোতের সাথে গা ভাসিয়ে দেব।

স্বজনপ‌্রীতির নাম শুনেছি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের ফোন বাসায় ব্যবহৃত হয় এই প্রথম শুনলাশ। একটি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এই অবস্থা দেখে খুবই দু:খ লাগল। আর যে নম্বরে ফোন করেছিলাম সেটা তাদের ঢাকা কর্পোরেট অফিসের নম্বর ! নম্বরটা আর দিলাম না তাদের বিরক্ত করার জন্য। তবে বেস্ট এয়ারের ওয়েব সাইটে গিয়ে তাদের বারিধারা অফিসের টি এন টি নম্বরগুলোর একটাই হল সে নম্বর। কৌতুহলী হলে ফোন করে দেখতে পারেন।

ভাবছি বেটাদের একটা মেইল করে বিষয়টা অবহিত করব, শত হলেও নিজের দেশের এয়ারলাইনস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।