আমাদের কথা খুঁজে নিন

   

এইচ.এস.সি. পাশ রে সু বানী ফেল্টু গনেরে চুবানি



একজন একজন কইরা কারে কারে কমু, "শুভেচ্ছা, ফল ভালাইছে", তাই সবতেরে ক্যাটাগরি মাফিক "গণ-শুভেচ্ছা" র ব্যবস্থা করসি। যারা পারে নাই তাগোর লাইগাও "গণ-বাণী" (রঙ দেয়া মিষ্টি খাইসনারে..) ১. লক্ষী পুলা-মাইয়াগণ, তোমরা যারা নিজ নিজ সাধ্য অনুযায়ী ফল পাইসো (A+ পাওনের আশা সবাই করেও না, সে মেধা বা যোগ্যতা সবার নাও থাকতে পারে, সে যা পাইসে তাই যদি তার সাধ্যের মধ্যে সর্বচ্চো হয় তবে তাই তার A+) তাগোরে আমাগোরে তরফ থাইকা মিঠা মিঠা শুভেচ্ছা। ২. আর যারা খাইট্টাও কাম হয় নাই, আই মিন কান্না কাটি করতেছো তাগোরে সমবেদনা। আরও ক্ষিপ্রবেগে, দৃপ্ত পদে খাড়াই যাও, নেক্সটের লাইগা। ৩. পরিশেষে লক্ষীছাড়া পুলা-মাইয়াগণ যারা ঝোপ ঝাড়ের আড়ালে বইয়া সময় পার করসো, তাগোর কথা কি কমু ... মর গিয়া... আর যদি অক্ষন হুঁশ হয়, তাইলে লাইগা পড়, দিন ফুরায়া যায়নাই। কাহিনী ফুরাই নাই। সবাইরে গুড লাক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.