আমাদের কথা খুঁজে নিন

   

এইচএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ

সাতক্ষীরায় মিলন রহমান ওরফে সোহাগ (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের পাল্টাপাল্টি গুলিতে তিনি আহত হন। এ সময় পুলিশের দুই কনস্টেবলও সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় মিলনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

সোহাগ সাতক্ষীরার সখিপুর খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গামোড় এলাকার শাহাদাত হোসেনের ছেলে।

পুলিশের দাবি, গুলিবিদ্ধ সোহাগ শিবিরের কর্মী। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি গুলিতে আহত হয়েছেন।

এদিকে, গুলিবিদ্ধ ওই পরীক্ষার্থীর দাবি, তিনি আর রাজনীতিতে সক্রিয় নেই। বাড়ি থেকে ধরে নিয়ে তাকে গুলি করেছে পুলিশ।

গুলিবিদ্ধ মিলনের দাবি, তিনি শিবিরের একজন কর্মী ছিলেন। ২০১৩ সালের মার্চে সড়ক অবরোধের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। তিন মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। ওই ঘটনার পর থেকে তিনি আর রাজনীতিতে সক্রিয় নেই। বর্তমানে তার এইচএসসি পরীক্ষা চলছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জামালউদ্দিন জানান, উপজেলার খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের পূর্ব পাশে জামায়াত-শিবিরকর্মীরা জড়ো হয়েছেন রাতে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়েন জামায়াত-শিবিরকর্মীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে মিলনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কনস্টেবল সোহরাব হোসেন ও আকবর আলী সামান্য আহত হয়েছেন। তাদের দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.