আমাদের কথা খুঁজে নিন

   

আমরা স্বপ্ন বেচি,,,,স্বপ্ন দেখি



"এইতো আমি হাত পেতেছি ধরব বলে ফুঁ দিয়ে সব স্বপ্নগুলো দিলাম মেলে জয় করব আকাশটাকে সবাই মিলে। " আমি সবসময় মজার মজার স্বপ্ন দেখি। স্কুল থেকেই আমরা ৬টা বান্ধবী সবসময় একসঙ্গে থাকতাম, মজা করতাম। কলেজে পড়াকালীন একদিন আমি স্বপ্ন দেখছি---- আমরা ৬ বান্ধবী একটি বিদেশী টিমের সাথে ফুটবল খেলছি এবং ওরা আমাদের প্রচুর গোল দিচ্ছে। তো কি করা যায়? অবশেষে আমরা রেফারীকে বললাম,,,,আমাদের খুব টয়লেট পেয়েছে,,,, এইবলে আমরা ৬ জনই পালালাম।

একদিন দেখি---- আমার ফাঁসি হবে। উফ্ সেকি বিভৎস অনুভূতী। আজ ঘুমে ও একটা অ্যাডভেন্চার দেখলাম। একদিন দেখি---- যুদ্ধ হচ্ছে আর আমি আর্মির ড্রেস পরে যুদ্ধ করছি। আমার কিন্তু স্বপ্নগুলো দেখতে খুব ভাললাগে।

ভাললাগে স্বপ্নের মাঝে হারিয়ে যেতে। আর ভাললাগে স্বপ্নের মত হতে। এ্যারিস্টটলের মতে স্বপ্ন হল "ঘুমিয়ে থাকা মানুষের মানসিক কাজ। " আবার Macrobius এবং Artemidorus এর মতে "কতগুলো স্বপ্ন শুধু অতীত এবং বর্তমানকে প্রতিফলিত করে আর কতগুলো স্বপ্ন ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। " কিন্তু যারা জেগে জেগে স্বপ্ন দেখে আর আমাদের স্বপ্ন দেখায়-----তাদের স্বপ্ন কে কি ভাবে ব্যাখ্যা করব??? আমি আমাদের রাজনৈতিক দলগুলোর কথা বলছি।

তারা আমাদের অনেক স্বপ্ন দেখায়________ স্বপ্ন দেখায় গণতন্ত্রের......... সোনার বাংলাদেশ গড়ার......... দু'মুঠো খাবার মুখে তুলে দেবার..........সন্ত্রাস দূর করার......... আরও কতকি.......................... কিন্তু আমাদের স্বপ্ন কি তাকি কেউ ভেবে দেখেছে? শুধুমাত্র দু' মুঠো খাবার ই কি আমাদের স্বপ্ন? যদি তাই হয় তাহলে যারা ৩ বেলা ভালমন্দ খেয়ে থাকে তাদের স্বপ্নগুলি কি? আর সরকারের প্রধান কাজ কি? শুধু দু'মুঠো খাবারের যোগান দেয়া ? স্বপ্নের গনতন্ত্র আমাদের কি দিচ্ছে? টেন্ডারবাজি? তাহলে গরীব জনগনের কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করার কি দরকার? ২টি প্রধান দল ৫ বছর করে দেশ চালাক আর আমাদের কষ্টে অর্জিত টাকা গুলা বেচে যাক। জনগনের কাছে স্বপ্ন বেঁচার রাজনীতি বন্ধ হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.