আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের দৃপ্ত শপথ, ধংস করুক সেই ঠিকানা!

একাত্তরের দানব যারা, তারা কভূ মানব নয়- মানব দানব পার্থক্যে, বহতা সামু, তোমার জয়! অত্যুতসাহী হচ্ছে হঠাত, কারা ওরা? ধুরন্ধর! অনলাইনের ঘাড়ে চড়ে, নিদান দিচ্ছে ভুতের বর? শাহবাগের আত্মজেরা, তৈরী থেকো, অগ্রগামী- লক্ষ তরুন সামুর ব্লগার, পার পাবেনা, বিভেদকামী! সামুর বিশাল প্লাটফর্মেও, দেখছি কিছু ভুতের বাস- তাদের পড়েই বুঝতে পারি, কোন খানে ফের খাচ্ছে ঘাস- ধর্ম লেবাস ঘোর প্রতারক, একাত্তরের দালাল ছানা! শাহবাগের দৃপ্ত শপথ, ধংস করুক সেই ঠিকানা! তারাই এখন জ্বালাচ্ছে দেশ, জনগণের সম্পত্তি- মরন কামড় দিচ্ছে এখন, জেনে গ্যাছে শেষ গতি! তাদের আরেক ফ্রন্টে নিতুই, ম্যানুফাকচার- অপপ্রচার- ধোপে সে সব টিকছে না যে, হবে কিন্তু তারও বিচার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।