আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াইম্যাক্স কানেকশন নেবার আগে দেখে নিন

সাধারণ মানুষ

দেশে ওয়াইম্যাক্স আসবে; খুবই ভাল কথা। এক ব্লগার ভাই দেখলাম পোস্ট দিয়েছেন Click This Link ওয়াইম্যাক্সের গতি নিয়ে আমাদের অনেকের মাঝেই মাতামাতি আছে, আমরা ভাবছি, ১মেগা ফাইল ১২৮ কিলোবাইট গতিতে ৮ সেকেন্ডে ডাউনলোড করে ফেলব! কিন্তু আসলে সত্যিটা কি? দু' একজন আক্ষেপ করছেন, কেন তার জেলায় সার্ভিসটি নেই, কেন শুধু ঢাকায় এর সার্ভিস? এক ব্লগার বন্ধু(জেমিনি ভাই) বললেন, "১৫/২০ কেবির লাইন ব্যবহার করতে করতে এখন আমি (আমি সহ আমার মত আরো অনেকেই) অতিষ্ট। " আমি টেকি ব্যাপারে যাব না(খুব বেশি জানিও না)। খুব সাধারণ একটা তুলনা দেব। ধরেন আপনি আপনার এলাকায় পানি সরবরাহের জন্য প্রতি বাড়িতে ৬ ইঞ্চি ব্যাসের পাইপ লাগালেন এবং বললেন এই পাইপ দিয়ে প্রতি মিনিটে অনেক পানি আসতে পারে।

(সবাই এটাকে ঠিক বলে ধরে নেবে, কারণ আপনার পক্ষে রয়েছে মোটা পাইপ) এরকম আপনি ৫০০০ টা বাসায় লাইন দেবার পর আপনি সোর্স হিসেবে একটা সংযোগ নিলেন সেই পাইপের ব্যাস হল ৮ ইঞ্চি। এখন, বলুন সবাই প্রত্যাশিত পরিমাণে পানি পাবেন? না, কারণ সবার মোটা পাইপ থাকলেও পানি বইবে একদম সামান্য পরিমাণে। আমাদের এখানেও তাই হচ্ছে। ওয়াইম্যাক্স অনেক ক্যাপাসিটি দিতে পারে, কিন্তু তার মানে এই না যে আপানি পুরোটাই সদ্ব্যাবহার করতে পারবেন। আপনার আইএসপি হয়ত কম পরিমাণে ব্যান্ডউইডথ কিনেছে।

আমার দেখা মতে সব আইএসপি তাদের গতি কিলোবিটে kb দেয়, কিলোবাইটে kB তে নয় (এতে সংখ্যাটা বড় দেখায়!) অনেকেই kb আর kB কে এক করে দেখছেন(এমনকি পেপারওয়ালারাও)। আমি যে পোস্টাটা দেখেছি সেটাতে লেখা আছে: (অজের) "ওয়াইম্যাক্স প্রযুক্তিতে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের গতি কোনো অবস্থাতেই সেকেন্ডে ১২৮ কিলোবাইটের নিচে নামবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানায়" অজের এর সাইট http://www.augere.eu/index.html তে তেমন কিছু পেলাম না। আমার জানা মতে অগাস্টে ১ মেগা ব্যান্ড উইডথের ভাড়া মাসে ১৮০০০ করা হচ্ছে(এটা B হবার কথা, নিশ্চিত নই)। ১২৮ 'কিলো বাইট' থেকে যদি ৬০০ টাকা ভাড়া আসে, তাহলে ১মেগার জন্য আয় থাকবে ৪৮০০ টাকা আর প্রতি মেগা বাকি ১৩২০০ টাকা আইএসপির পকেট থেকে চলে যাবে! আমি বাংলা লায়নের সাইটে দেখলাম http://www.banglalion.com.bd/BDLION/index.php ১২৮kb তারা ৬০০ টাকা চাচ্ছে, সেখানে আরেক প্রতিযোগী ১২৮ kB দিতে পারার কথা না। একজন ভাই বলেছেন তিনি ১৫/১৬ কেবির লাইনে অতিষ্ট, তিনি ওয়াইম্যাক্স চান কিন্তু ১২৮ kb মানে টা কি? ৮ kb তে ১ kB।

তার মানে ১২৮kb তে আপনি ১৬kB পাবেন। (মানে ১৬ কিলোবাইট) (যেটা অনেক জায়গা থেকেই পেতে পারেন) আমরা অনেকেই ব্যাপারটা নিয়ে বিভ্রান্ত হচ্ছি, এবং নিজের অজান্তেই অন্যকে বিভ্রান্ত করছি। কাজেই আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার ব্যাপার, তবে দেখেশুনে সিদ্ধান্ত নিন। ১. কিলোবিট আর কিলোবাইটের ব্যাপারটা খেয়াল রাখবেন। অন্য সোর্সের থেকে পাওয়া সার্ভিসগুলোর সাথে তুলনা করে নিন।

২. আর যে গতিটা তারা প্রতিশ্রুতি দিচ্ছে সেটা আপনাকে আরো কয়েকজনের সাথে শেয়ার করতে হবে কিনা জেনে নিন। ৩. আপানার প্রোভাইডার মোট কত ব্যান্ড উইড্থ কিনছে সেটা প্রশ্ন করুন। ৪. আপনি যদি তাদের সেবা আর না নিতে চান, কি করতে হবে শুনে রাখুন(কাজে দিতে পারে) ৫. এলাকায় সবার আগে আমি ওয়াইম্যাক্স ইউজ করব এই মানসিকতা থেকে দূরে থাকুন, অন্যদের থেকে দেখে নিন আপনার এলাকায় সার্ভিস কিরকম, কাস্টমার কেয়ার কেমন। সবার ইন্টারনেট হোক দ্রুত গতির সবাইকে শুভেচ্ছা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.