আমাদের কথা খুঁজে নিন

   

স্যারের হাতের পিটুনি



আমি বরাবর একটু বান্দর প্রজাতির তয় স্কুলে আমি খুবই শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট আছিলাম সবার জন্য জুতা পরা বাধ্যতামূলক হলেও আমি কখনো পরিনি। পড়া না করলেও বকা খাইতামনা এইভাবে ক্লাস নাইন পর্যন্ত পার করলাম। তো ক্লাস নাইন এ গফফার স্যার নামক একজন টিচার আসলেন স্কুলে। তিনি কথায় কথায় মার লাগাইতেন। ১টা বানান ভুল হইলেও মাইর তাও আমি বাইচা গেলাম।

তো একদিন সেই মহেন্দ্রক্ষণ আইল আমার জীবনে। ২য় ক্লাস শেষ হলে আমি বারান্দায় গিয়ে দাড়ালাম। আমার হাতে ছিল বকুল ফুলের মালা দূর থেকে দেখি গফফার স্যার আসছেন। আমি হাতটি পেছনে নিয়ে ফেলি। স্যার আমার কাছে আসে এবং কষে ১খান দেড়মণ ওজনের থাপ্পড় মারে ।

আমি কিছু বুঝে ওঠার আগেই স্যার বললেন ক্লাসের মাঝে চানাচুর খাওয়া হচ্ছে? । হাত দেখি? আমি হাত সামনে আনতেই স্যার বললেন হাতে ফুল আগে বলবিনা? তাইলে কি আর চড় খাইতে হয়!!!!! আমি কাদব না হাসব বুঝতে পারছিলামনা। তবে স্যারকে এখনও খুব মিস করি। শাসন করলেও শিখিয়েছেন অনেক কিছু।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.