আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষণজন্মা প্রেম

একজন নিরাপদ ব্লগার

হাজারটা কবিতা আমার মনের মধ্যে গুন গুন করে কোনোটা শুরুতেই মিল খুঁজতে চায় কোনোটা মনের অগোচরে মেলিয়ে যায়, তোমায় নিয়ে লেখার শখ তবু শেষ হয় না। সুস্মিতা, আমি তো কবি নই, তবু কেনো তোমার জন্য আমি কবি হতে চাই? তোমার নীলিমাকে আমার আকাশ মনে হয়, মৃদু হাসিতে আমি দেখতে পাই সবুজের দোল খাওয়া, মাইলের পর মাইল যেখানে সূর্যের উত্তাপ প্রত্যাখাত, আমি তবু কবি হতে পারি না। অনেক চেষ্টা করেছি ,সত্যি বলছি সুস্মিতা তোমায় আমি আজো বুঝি না, তোমাকে বলেছিলাম বৈশাখের আকাশ তুমি তো তা নও। তুমি নারী, তোমাকে বুঝি, এ কি মোর সাধ্য বলো? আমার ভালোবাসা কথাটা হয়তো ফেরীওয়ালার সস্তা বুলির মতো লাগে, আমি তো কবি হতে পারি না। ‘ভালোবাসি’ এর চেয়ে ভালো কিছু আজো তোমাকে বলার মত পেলাম না।

শিশিরের মৃত্যু দেখেছো, কিংবা বিকালের মৃত্যু, সুন্দর সবকিছুই অল্পেই মরে যায়। । আমি চাই না আমার ভালোবাসা এতো সুন্দর হোক। আমি এর মরণ দেখতে চাই না। আমি কবি হতে চাই না।

আমি কবি হতে চাই না, আমি ভালোবাসতে চাই সুস্মিতা, আমি ভালোবাসতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.