আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন কমিশন কি বেশামাল?



মনে হচ্ছে যেন নির্বাচন কমিশন কি বেশাল হয়ে পড়েছে? যার যখন যে ইচ্ছা তাই বলছেন। রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করলে কমিশন ছয় মাস সময় বাড়াবে বলে একবার বলা হল। পরে এক নির্বাচন কমিশনার বললেন সময় বাড়ানোর এখতিয়ার কমিশনের নেই। সোমবার ছহুল হোসেন একটি বেসরকারী টেলিভিশনকে বলেছেন, নির্বাচন কমিশনে জমা দেওয়া খসড়া গঠনতন্ত্রকে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত হিসেবে ঘোষণা করলে কমিশন তা মেনে নেবে। তবে এক্ষেত্রে দলগুলোর তৃণমূল পর্যায়ের অনুমোদন থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন না করা হলে গঠনতন্ত্র চূড়ান্ত না করা দলগুলোর নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে তিনি জানান। আগামী ২৫ জুলাই খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত করে নির্বাচন কমিশনে জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এ সময়ের মধ্যে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলই কাউন্সিল করতে পারবে না বলে জানিয়েছে। আগামী ২৪ জুলাই আওয়ামী লীগ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের ঘোষণা করেছে। গণপ্রতিনিধিত্ব আইনের ৯০-এর ক, খ ও গ ধারা অনুযায়ী চূড়ান্ত গঠনতন্ত্র ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধনও চূড়ান্ত করা সম্ভব নয়।

এ সম্পর্কে ছহুল হোসাইন বলেন, কমিশনে জমা দেওয়া খসড়া গঠনতন্ত্রটিকেই সাময়িকভাবে চূড়ান্ত বলে ঘোষণা করতে পারে দলগুলো। এতে করে আপাতত পরিস্থিতি সামাল দেয়া যাবে। তবে নিবন্ধন বাতিল হলেও পরে আবেদন করে দলগুলো আবার নিবন্ধন পেতে পারে বলে জানান তিনি। আবার সামনে কোন কথা কোন কমিশনার বলে ফেলেন সেই আশঙ্কা তো থাকছেই। নির্বাচন কমিশনারদের ভিতর সমন্বয়হীনতা রয়েছে কি না সেটিও নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.