আমাদের কথা খুঁজে নিন

   

আবার চাকরি ছাইড়া দিলাম, এইবার ১ দিনে



না, আমার দোষ দিয়েন না কেউ। লালমাটিয়া অফিস, যাইতে আসতে ৪ ঘণ্টা, এতই দূর। দুপুরের খাওয়া আমার নিজের, যাতায়াত নিজের, বেতন দিবে ৮০০০ টাকা। আগে কইসিলো আরো বেশি দিবো, কালকে বেঁইকা বসলো। সুবিধা? কাজ না থাকলে ঝিমাইতে পারবা, মাস্টার্স করতে চাইলে করবার পারবা।

গেলাম আজকা, মনে হইলো, যাওয়া-আসা-খাওয়া মিলায়া যাইবো ৪-৫ হাজার, আর বাকি যা থাকে ঐ দিয়া হাতখরচ। আরাম করার লাইগা তো চাকরি করতে লালমাটিয়া যাওয়া লাগে না, ঐটা বাসায় বইসাই করতে পারি। যামু না কালকা থাইকা, যার ইচ্ছা গিয়া বাল ছিঁড়ুক। পাশ করার পরে সিভিলের চাকরি করার বদলে রিকশা চালানি ধরলে দেড় বছরের অভিজ্ঞতায় মাসে ১০ হাজারের কম রোজগার হইতো না। বাল! [আমার আগে যে চাকরি করতো তারে ফোন মারলাম, বড় ভাই জানাইলো, ঐ সেকশনে ৪ মাস বেতন বাকি, মাথায় বুদ্ধি থাকলে কালকে সকালে ছাইড়া দাও।

শুকরিয়া বইলা ফোন রাখলাম, এইবার মনে হয় কাজটা খারাপ করি নাই। ব্যবসা করলেই কি সব পয়সা মারা ধান্দাবাজ হওয়া লাগবো?]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.