আমাদের কথা খুঁজে নিন

   

প্রেসনোট / রহমান হেনরী



এইরূপ উন্মাদনা ও রাজনৈতিক বিকেল চিরে ছিপছিপে মেয়েটি সেদিন কোথাও যাচ্ছিলো না ; বিশ্বাস করুন, সত্যি যাচ্ছিলো না ___ এবং তার হাঁটায় কোনও ভঙ্গিমাও ছিলো না । আর অই যে, বিশ্রুতপ্রায় লো-প্রোফাইল কবির মতো নিঃশব্দে চলা নদীটা ___ ওর নাম বংশী নয় ; আসলে ওখানে কোনও নদীই ছিলো না ; নদী কোনওদিনও থাকে না কোথাও ; কল্পনা এমন খালকাটা কুমির যে, আমরাই চিরদিন যে-যার ইচ্ছেমতো বানিয়ে নিচ্ছি নানারূপ নদী ; আর শুনুন, সন্ধ্যার পরপরই অই কাঁঠাল বাগান ও তার গা-ছমছম অন্ধকারে সেদিন কোনও ঘটনাই ছিলো না ; কেননা, কে বলে যে, সেটা হয় জঙ্গল-পথ ? এইমতো না-বোধক দিনে, আমি তো বলছি ___ কিছুই ছিলো না ! এমনকী, কোনও ঘটনাও নয় ; তা হলে ? আপনারা কেন বলছেন যে, অইরকম না-নদীর পাড়ে, না-জঙ্গল না-সন্ধ্যায়___ ছিপছিপে না-মেয়েটি, নিহত হবার আগে ধর্ষিতা হয়েছিল ! @ রহমান হেনরী

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.