আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধী দলের অপচেষ্টা ব্যর্থ: প্রেসনোট

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিনে  বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকর্মীরা ঢাকাসহ সারা দেশে জনসাধারণের মধ্যে ভীতি, আতঙ্ক ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে  দেশের বিভিন্ন স্থানে মিছিল, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একই সঙ্গে দাবি করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকতা মো. মাহফুজুল হকের স্বাক্ষরিত এক প্রেসনোটে এই দাবি করা হয়।

প্রেসনোটে বলা হয়, হরতালের নামে নৈরাজ্য ও নাশকতার হাত থেকে সরকারি সম্পদ ও জনসাধারণের জানমাল রক্ষার্থে সরকার রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়।

প্রেসনোটে বলা হয়, কয়েকটি স্থানে হিংসাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে বিএনপি ও জামায়াত-শিবিরের সমর্থক হরতালকারীদের প্রতিরোধ ও ধাওয়া করলে তারা পালিয়ে যায়। হরতালের সময় দূরপাল্লার বাস চলাচল করেনি, তবে বিমান, ট্রেন, লঞ্চ এবং জেলা ও বিভাগীয় শহরে যান চলাচল, অফিস-আদালতসহ জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল।

প্রেসনোটে দাবি করা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল, সরকারি সম্পদ ও জনসাধারণের জানমালের ক্ষতি, অর্থনীতি ধ্বংস ও দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে যারা বিক্ষিপ্তভাবে সহিংস ও ধ্বংসাত্মক ঘটনা ঘটানোর চেষ্টা করছে, তদন্তপূর্বক দ্রুত সেসব দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.