আমাদের কথা খুঁজে নিন

   

নিউইয়র্কে বৃষ্টি



বৃষ্টিকে উপেক্ষা করে নেমে গেছি বৃষ্টির ভেতরে ঝড়ো হাওয়া বৃষ্টিরই ছাট এসে লাগছে চোখে,মুখে ভেজা হিম স্পর্শ আমার সম্মুখে- এক টুকরো বাংলাদেশ হয়ে যেনবা বিমূর্ত-অবিরল ঝরে। যেনবা অতলান্তিক নয় বঙ্গপোসাগর থেকে উঠে আসা জলজ হাওয়ার ছাট সমস্ত বিভ্রম,বিভ্রাট বিলুপ্ত করে আমাকে আর্দ্র করে,যেন উত্তমাশা অন্তরীপ থেকে ছুটে আসে হাওয়ারই মতো কোনো দূরন্ত নাবিক। পাদদেশে জল ও বৃষ্টির করতালি রাত্রি ব্যেপে এলেবেলে ফালি ফালি চাঁদ জলকে ছিটকে পড়ে-যেনবা আবহমান কবিতা-আঙ্গিক। বৃষ্টিকে উপেক্ষা করে নেমে গেছি বৃষ্টির ভেতরে করোটির ভেতর থেকে কে ডাকে,কে ডাকে -খুব ভেজা স্বরে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.