আমাদের কথা খুঁজে নিন

   

নিউইয়র্কে নাগরিক কমিটি



আজকাল খবরের কাগজ পড়ার সময় নিজের শরিরে মাঝে মাঝে খোঁচা দিয়ে পরীক্ষা করতে হয় স্বপ্নে না বাস্তবে আছি। যা পড়ছি বিশ্বাস করতে কষ্ট হয়। আজকের জনকন্ঠে দেখলাম নিউইয়র্কে নাগরিক কমিটি নামে একটি সংঘটন রাজনীতিবিদদের মুক্তি চেয়েছেন। আমি অবাক হয়ে ভাবি এ সংঘটনের সদস্য কারা। তারা কি স্বপ্নে না বাস্তবে বাস করে।

তাদের যুক্তি কি? তাদের কাছে যুক্তি থাকলে অবশ্য ভালই হবে। মনে হবে এতদিন স্বপ্নে ছিলাম। আমাদের তথাকথিত মহান, দেশপ্রেমিক, জনদরদী, গরীবের বন্ধু, রাজনীতিবিদদের সম্পর্কে পত্রিকায় যা এসেছে তা যেন মিথ্যা হয়। এটা হলে, যারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, তারা অন্তত পাপবোধ থেকে মুক্তি পাবে। আমি দেখেছি প্রবাসি বাংলাদেশীদের মধ্যে কুত্সিত দলাদলি।

কতো ছোট কারনে আমরা বিভক্ত হয়ে যাই। নিউইয়র্কে নাগরিক কমিটির কাছে অনুরোধ দেশের পরিস্হিতি সম্পর্কে বিদেশি মিডিয়া ও সরকারকে ঘোলাটে ধারনা দিবেন না। মনে হয় সময় এসেছে দেশের বাইরে অবস্হানরত বাংলাদেশীদের মধ্যেও একটা শুদ্ধি অভিযান চালানো প্রয়োজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.