আমাদের কথা খুঁজে নিন

   

নিউইয়র্কে একুশে ফ্রেব্রুয়ারী



একুশে ফেব্রুয়ারীর চেতনাকে কি কোন ভৌগলিক সীমায় বেধে রাখা যায়? নাকি তা কখনো সম্ভব? বাইরে কনকনে ঠান্ডা। ২৫ ডিগ্রী ফারেনহাইট। রাত বারটা বাজতে আর এই কয়েক মিনিট মাত্র বাকি। এরিমধ্যে ছোট বড় বিভিন্ন রং এর ব্যানারে নিয়ে ইউনাইটেড নেশনের সামনে বাঙালির ছোট খাট ভির। সবার হাতেই ফুলের তোড়া।

সবার প্রানেই একই স্পন্দন, সবার সত্বায় একই সুর সবার কন্ঠে একই গান....আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলেতি পারি? বারটা এক মিনিট। জোয়ারের ইলিশের ঝাকের মত ততক্ষনে ইউএন এর সামনে বাঙালি যেন উপচে পরল...। স্পষ্ট করে যেন ফুটে উঠলো সেই একই পরিচয়..আমরা বাঙালি..বাংলা আমার ভাষা, আর বাংলাদেশ আমার দেশ। হঠাৎ দেখতে পেলাম ছোট্ট চার পাঁচ বয়সি এক বাঙালি শিশু যার ছোট্ট ধমনিতে বাঙালি রক্ত বইছে অসাধারন লাল সবুজে মেশানো টুকটুকে এক শাড়ি পরে এই কঠিন শীতকে বুড়ো আঙুল দেখিয়ে মার সাথে চলে এসেছে শহীদ মিনারে ফুলের তোড়া দিতে। তার চোখ ভরা ছিল বিস্ময়. চঞ্চল..অস্থির..আর চোখের তারায় ছিল অনাগত কালের এক রাশ আশার আলো।

হঠাৎ আমাদের হাজারো চোখে যেন আনন্দের বন্যা বয়ে গেল। আমরা যেন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম রফিক,জব্বার, সালাম বরকতদের রক্তাক্ত মুখ কিন্তু বিশ্বাস করেন আমরা তাঁদের সেই বেদনাসিক্ত ঠোটের এক কোনে ঠিক দেখতে পাচ্ছিলাম এক ঝলক আনন্দের হাসি..ভালোবাসার তৃপ্তিতে ভরা এক চিলতে আশার আলো..... বাংলা থেকে হাজার মাইল দুরে এই সুদুর নিউইয়র্কের কঠিন পাথুরে মাটিতে বাংলার সবুজ শেকড়টি এখন ধীরে ধীরে গাঁথতে বসেছে। আপনারা জেনে খুশি হবেন যে নিউইয়র্কে এখন ৭টি বাংলা শেখার স্কুল রয়েছে। খুব ভালো লাগে যখন দেখি প্রতি সপ্তাহান্তে এখানকার বাংলা শেখার স্কুল গুলোতে ছোট ছোট বাঙালি প্রজন্মের শিশুরা তাদের ছোট ছোট তর্জনি দিয়ে কত ভালোবাসা আর ব্যাকুলতা নিয়ে স্বরবর্ণ ব্যঞ্জণ বর্ণ ছুয়ে দিচ্ছে.....এর চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কি থাকতে পারে? এর চেয়ে বড় পাোয়া আমাদের জন্য আর কি হতে পারে? বাংলা,বাঙালি, বাংলাদেশ গর্বের সাথে পৃথিবীর মানচিত্র আঁকড়ে ধরে চিরদিন বেঁচে থাক এটাই আমাদের একমাত্র প্রার্থনা। একুশের এই চেতনা আমাদের সত্বায় চির জাগ্রত থাকুক....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.