আমাদের কথা খুঁজে নিন

   

জাহিদ আহমদে ও গীতকিার.সমালোচক, সুরকার

রাকিবুল হক ইবন

‘এতো কম বয়সে কবিতার এমন শরীর নির্মান পৃথিবীর যে কোনো সাহিত্যেই দূর্লভ।’ এতো আর মুঘল সাম্রাজ্য (অন্য সাম্রাজ্যও হতে পারে) নয় যে মাত্র বার বৎসর বয়সেই আকবর হবেন সম্রাট আকবর। এ হচ্ছে কবিতা! যদিও শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে সৃজনশীলতার চূড়ায় দাঁড়াতে, বয়স খুব নগন্যভাবেই বিচার্য বরং এ সবের কোন-কোন ক্ষেত্রে এই চূড়া স্পর্শ এবং সেখানে নিজস্ব অবস্থানকে টিকিয়ে রাখার (ইবনের মতো ) উদাহরন ইতিহাসে এমন দূর্লভভাবেই আছে যে, মানুষ স্বীকার করেছে _এ গাইতে গাইতে গায়েন হওয়া নয় বরং সৃষ্টিকর্তা প্রদত্ত বিশেষ গুন (অবিশ্বাসীদের কাছেও এর স্বীকারোক্তি মেলে)। এবং এই গুনে গুনান্বিত যাঁরা, ‘‘তাঁরা যুদ্ব ও ভালবাসায় কোনো নিয়ম নেই’’ এই শ্বাসত সত্যের মত অনিয়মের এমনই সংসার গড়েন এবং তার কর্তা হন যে, আমরা শুধু নয়ন ও মন মেলে মুগ্ধই হই-না, পাশাপাশি তাঁদের কর্মের প্রেরণা ও প্রণোদনায় ঋদ্ধ হই, আমাদের ঘাটতি পূরন হয়। ( ওয়েস্টার্ন মিউজিকের এক মহারথী মোজার্ট/ বিঠোফেন/ না ভাগনার? তার পিতার সাথে শুকুরের খামারে বেড়াতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.