আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়োজন বাস্তব প্রতিরোধ: আজ টিএসসিতে সমাবেশ



এই ছবি যাদের মনকে আহত করেছে, আত্মসম্মানকে ক্ষতবিক্ষত করেছে তাদের জানাই: প্রকৃতিকে জয় করা, যেকোনো প্রাণের প্রতি , বিষয়ের প্রতি পূর্ণ দখলদারিত্ব স্থাপনের ক্ষমতাকে মহমান্বিত করার যে সংস্কৃতি মানুষ গড়ে তুলছে, আজ সেই মনোভঙ্গী মানব জাতির অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করছে। সার্বক্ষণিক নিজের অস্তিত্বকে বলি করতে যেন মরিয়া আমরা। দূষিত বায়ুতে চারদিক পুর্ণ করে, নদীর পথ ঘুরয়ে, স্রোতের পথে বাঁধ দিয়ে, গাছপালা কেটে ,আকাশচুম্বী ইটের স্তুপ তুলে, যুদ্ধ কের, মানুষ মেরে আজ কোন মানুষের জীবনে আমরা? [ টিপাইমুখ বাঁধ আসলে কার প্রয়োজন, কোন গোষ্ঠীর? একটা গণতান্ত্রকি প্রতবাদের উপর অগণতান্ত্রিক পুলিশি হামলা, গ্রেফতার নির্যাতনের ঘটনাই কি প্রমান করে না বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কি ভয়ংকর আঁটঘাট চলছে। টিপাইমুখ বাঁধ বিরোধি কোনো আওয়াজ আজ রাষ্ট্রপক্ষ শুনতে নারাজ, বরদাশত করা হবে না। তাই কিছু মানুষের প্রতিবাদে রং মাখিয়ে নানা কোটেশনে আবদ্ধ করে নির্যাতন নিপীড়নের যে বৈধতা তেরী করা হলো, তা কি সরাসরি জনগণের মুখে চড় কষে বুঝিয়ে দেয়া নয় যে প্রতিবাদ-বিক্ষোভ-মিছিল-আদেশ অমান্য করলে যে কারো অবস্থা যে কোনো সময়, যে কোনো ক্ষেত্রে ল্যাম্পপোস্টের পরিণতিই পাবে।

শুধু গায়ে মারাই তারা যথেষ্ঠ মনে করে না, ভাবমূর্তি হনন করে সেই মারাকে জায়েজ করাটাই তাদের নীতি। জনবিরোধী কোনো প্রকল্প তাই জনগণকে দমন করা ছাড়া, প্রকৃতিকে চাকর বানানোর কোনো কাজ মানুষকেও চাকরবাকর করে না রেখে চলতে পারে না। তাই তো বলি, প্রকৃতি রক্ষার সংগ্রাম মানুষের মানবতা রক্ষারই সংগ্রাম। এ দুইয়ে কোনো ভেদ নাই। বসে থাকা, কিছু না বলে থাকবার সময় অসলেই আর নাই।

টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে, নির্যাতন হয়রানির বিরুদ্ধে আজ প্রত্যকের শক্ত অবস্থান জরুরী । তাই আসুন প্রতিবাদ সমাবেশে সামিল হই। > পিনাকরঞ্জন চক্রবর্তীর অপসারণ চাই > টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ কর > ল্যাম্পপোস্ট কমীদের মুক্তি দাও লেখক-শিক্ষক-শিল্পী-সংস্কৃতকর্মীদের আহ্বানে দাবি সভা স্থান ও তারিখ রবিবার ১২ জুলাই বিকাল ৫টা টিএসসি সড়ক দ্বীপ, ডাস চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণ প্রকৃতি ও জীবনের বাধাগুলো চিনে নিন, এক হোন জনসংস্কৃতি মঞ্চ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.