আমাদের কথা খুঁজে নিন

   

কেউ কি আমাকে কোনো ভাল উপায় জানাবেন...........

লেখার মান খুব উন্নত নয়, কিছু অব্যক্ত কথা লেখার অভিপ্রায় শুধু।

আজ সকালে অফিসে পৌঁছে ড্রাইভারকে পাঠালাম গাড়ির মিরর কেনার জন্য,দূর্ভাগ্যবশতঃ কিছুদিন আগে বাম পাশের মিরর চুরি হয়ে যায়। ড্রাইভার যখন টাইগারপাস তখন পুলিশ গাড়িটা রিকুইজিশন করে। আমার গাড়ি নোয়াহ তাই রিকুইজিশন করা সহজ। পুর্ব অভিজ্ঞতা অনুযায়ী ড্রাইভার ২০০ টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছিল কিন্তু পুলিশ তাকে হাতের ৫ আঙুল দেখাচ্ছিল, ড্রাইভার বুঝে ইতঃস্হত করছিল কারণ তার কাছে ৫০০ টাকা ছিলনা।

পুলিশ ব্যাপারটা বুঝতে পেরে নিজেই বলল,মালিককে বল, টাকা পাঠাতে। তারপর ডরাইভার আমাকে ফোন করলে পিয়নকে দিয়ে টাকাটা পাঠাতে বাধ্য হই। কারণ আমার একটাই গাড়ি যা সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে। একবার রিকুজিশন করলে ৭/১০ দিন সরকারি কাজে আটকে থাকবে। জেনেশুনে পুলিশের মত আমিও অন্যায় কাজ করছি যা আমাকে খুব পীড়া দেয়।

কেউ কি আমাকে কোনো ভাল উপায় জানাবেন............।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.