আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষ পতিতা!

সকল মতাদর্শকে আন্তরিকতার সাথে অধ্যয়ন করি।

পতিতা শব্দটির বিপরীত শব্দ হিসেবে পুরুষ পতিতা ব্যবহার করা উচিত। যারা জেনে শুনে পতিতার কাছে যায় তারা হল পুরুষ পতিতা। কর্মচারী -মহিলা কর্মচারী, জিনস-লেডিস জিনস, কনার্র-মহিলা কনার্র, পুলিশ -মহিলা পুলিশ, ড্রাইভার -মহিলা ড্রাইভার। তবে কেন পতিতা - পুরুষ পতিতা নয়? পার্লার মানে বুঝায় মহিলাদের সাজুগুজুর জন্যে কোন জায়গা।

এখন জেন্টস পার্লার শব্দটি ইউজ হচ্ছে। সুতরাং পুরুষ পতিতা শব্দটি ইউজ করা উচিত। পার্লার-জেন্টস পার্লার ঠিক থাকলে এখন থেকে পতিতা -পুরুষ পতিতাও ঠিক। শালার পুরুষগুলো মহিলাদের পতিতা বানাবে আর নিজেরা সাধু থাকবে! এই সাধু সাজা বা থাকার অধিকার কেড়ে নিতে হবে। পতিতার অন্ন যোগাবে যে পুরুষ তারা হল পুরুষ পতিতা।

Obviously পুরুষ পতিতা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.