আমাদের কথা খুঁজে নিন

   

কালের কন্ঠ সমাচার



কালের কন্ঠ নামে একটি পত্রিকা খুব শিগগিরই বাজারে আসছে। অনেক নামি দামি সাংবাদিক সেখানে জয়েন করেছেন। আরও করবেন। সম্পাদক থাকছেন বিশিষ্ট কলামনিষ্ট আবেদ খান। এ পর্যন্ত ৮২+৯২=১৭৪ জনের জয়েন্ট করার খবর পাওয়া গেছে।

মনে হয় পত্রিকাটি ভাল হবে। মফস্বলের প্রথম আলোর অনেকেই কালের কন্ঠে জয়েন করেছে। শুনছি আরও আসবে। সমকাল থেকেও অনেকে নাকি এসেছে। ব্লগার ভাইরা আপনারা অপেক্ষায় থাকেন।

যারা প্রথম আলো পড়তে পছন্দ করেন না তারা হয়তো এই পত্রিকাটি পড়তে পারবেন। আমারও ইচ্ছা ছিল কালের কন্ঠে কাজ করার। কিন্তু কোন চ্যানেল পাইনি যে সেখানে যাবো। আবেদ ভাই এর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তার সঙ্গে দেখা করার মতো কোন রাস্তা পাইনি।

আর এই বাজারে আমি তেমন কোন বড় সাংবাদিকও নই যে আমি গেলেই আমার চাকরী হবে। তবে একটা বিষয় আমার কাছে একটু কেমন যেন মনে হয়। তা হলো এক এক দিন খবর পাই অমুক জয়েন করেছে তমুক জয়েন্ট করেছে। তারাও তো আহামরি বড় সাংবাদিক বলে মনে হয় না। অবশ্য সবই যে স্টার জয়েন করবে এমন কোন কথা নেই।

আশা করি ভাল একটা কাগজ আমরা পড়তে পারবো। আবেদ ভাই মাঝ পথে থেমে যাইয়েন না। এগিয়ে যান। ১৫কোটি মানুষের এদেশে এখনও ১৫লাখ মানুষ কাগজ পড়ে না। সুতরাং বিশাল বাজারে সফলতা না এসে পারে না।

আপনাদের সফলতা কামনা করে। বিদায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।