আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন বনাম বাস্তব

আবেগের ছড়াছড়ি

তারিখঃ জুলাই আগষ্ট ২০০১ মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে। স্বপবিলাসী মনে কত না স্বপ্ন থাকে। কারো স্বপ্ন বাস্তবের উপর নির্ভরশীল, আবার কারো স্বপ্ন সম্পূর্ণ অলীক। ছোটদের স্বপ্ন হয় ছোটদের মনের মত করে অনেকটাই অলীক, বড়দের স্বপ্ন হয় তাদের ছেলেমেয়েদের নিয়ে বাস্তবসম্মত। আর তরুনদের স্বপ্ন? সে ত অসীমের পানে ছোটতে চায়, সবকিছু জয় করার আকাঙ্খা থাকে তাদের মনে।

আর সেই তরুনদের স্বপ্নই যদি হয় একান্তই নিজেকে নিয়ে, শুধুই ব্যক্তিগত তাহলে সেখানে ঘটবে আর একজনের উপস্থিতি, সে স্বপ্নটা হবে বাস্তবতার নিরিখে কিছুটা রং মিশানো। প্রশ্ন আসতে পারে আরেকজনটা আবার কে? সেই আরেকজনটা তার মনে থাকে, শুধুই মনের মধ্যে বিচরণ হয় সেই মানুষটি। হাঁ তার প্রেম, যাকে নিয়ে সে ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বিভোর থাকে। সে তখন স্বপ্ন দেখতে শুরু করে তার ভবিষ্যৎ নিয়ে, পরিকল্পনার জাল বুনতে শুরু করে। আর সে তরুন যদি হয় সম্পূর্ণ বাস্তববাদী তাহলে; তার স্বপ্নও তৈরী হয় বাস্তবতার ভিত্তিতে।

তার ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্থান, প্রতিক্ষনে সেই মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে। স্বপবিলাসী মনে কত না স্বপ্ন থাকে। কারো স্বপ্ন বাস্তবের উপর নির্ভরশীল, আবার কারো স্বপ্ন সম্পূর্ণ অলীক। ছোটদের স্বপ্ন হয় ছোটদের মনের মত করে অনেকটাই অলীক, বড়দের স্বপ্ন হয় তাদের ছেলেমেয়েদের নিয়ে বাস্তবসম্মত। আর তরুনদের স্বপ্ন? সে ত অসীমের পানে ছোটতে চায়, সবকিছু জয় করার আকাঙ্খা থাকে তাদের মনে।

আর সেই তরুনদের স্বপ্নই যদি হয় একান্তই নিজেকে নিয়ে, শুধুই ব্যক্তিগত তাহলে সেখানে ঘটবে আর একজনের উপস্থিতি, সে স্বপ্নটা হবে বাস্তবতার নিরিখে কিছুটা রং মিশানো। প্রশ্ন আসতে পারে আরেকজনটা আবার কে? সেই আরেকজনটা তার মনে থাকে, শুধুই মনের মধ্যে বিচরণ হয় সেই মানুষটি। হাঁ তার প্রেম, যাকে নিয়ে সে ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বিভোর থাকে। সে তখন স্বপ্ন দেখতে শুরু করে তার ভবিষ্যৎ নিয়ে, পরিকল্পনার জাল বুনতে শুরু করে। আর সে তরুন যদি হয় সম্পূর্ণ বাস্তববাদী তাহলে; তার স্বপ্নও তৈরী হয় বাস্তবতার ভিত্তিতে।

তার ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্থান, প্রতিক্ষনে সেই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.