আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের প্রতি ভালবাসার একটি গল্প



আজ দুপুর বেলাই দূর্ঘটনাটি ঘটল, তখন প্রায় দুপুর ১২টা, আমার এক বন্ধু তখন ছিল এর আশেপাশেই। দূর্ঘটনাটি তেমন বড় ধরনের না হলেও দূর্ঘটনা দূর্ঘটনাই। একটি রিক্সা থেকে একটি লোক পড়ে গিয়ে তার হাত চেপে বসে আছে বুঝা যাচ্ছেনা কি হয়েছে লোকটির। আমার বন্ধুটি দৌড়ে গিয়ে লোকটিকে উঠালো এবং সে তাকে ধরে রাস্তার পাশে নিয়ে বসালো আশেপাশে লোকজনও জমা হল, আমার বন্ধুটি তার হাত ধরে বুঝলো যে হাতটি ভেঙ্গে গেছে। আস্তে আস্তে লোকজন যার যার কাজে চলেগেল কিন্তু আমার বন্ধুটি লোকটির হাত ছাড়তে পারলনা কারন বুঝা যাচ্ছিল তার হাতের কব্‌জি ভেঙ্গে গেছে।

বন্ধুটি যাচ্ছিল তার অফিসের কাজে নরসিংদী লোকটি এতই অসুস্থ ছিল যে সে কোন কথাই বলতে পারতেছিলনা। অত:পর বন্ধুটি লোকটিকে নিয়া সিএনজি তে উঠল আর লোকটি ওকে বলল ট্রমা সেন্টারে নিয়ে যেতে আর লোকটি তার বাসায ফোন করে তার পরিবারজনকেও ওখানে আসতে বলল। যখন ট্রমা সেন্টারের কাছাকাছি সিএনজি আসল তখন তার বাসা থেকে ফোন করে জানাল যে ট্রমা সেন্টারে ইমার্জেন্সি নাই। তখন সিএনজি ঘুড়িয়ে বাংলাদেশ মেডিকেলে নেয়া হল। ওখানে ডাক্তাররা তার হাতের এক্সরে দিল তখন লোকটির অবস্থা এতই খারাপ ছিল যে তার কাছে ঐ মূহুর্তে টাকা চাওয়াটা খারাপ দেখায় তাই আমার বন্ধুটি কাজটি নিজেই সম্পাদন করল।

তারপর রিপোর্টের জন্য অপেক্ষা করতেছিল তখনও লোকটির পরিবার পরিজন এসে পৌছাইনি। তখন লোকটি একটু ভাল অনুভব করল আর আমার বন্ধুটিকে ধন্যবাদ জানিয়ে তার পরিচয় জানতে চাইল আর তাকে তার একটি ভিজিটিং কার্ড দিল। আমার বন্ধুটিও তার অফিসের ভিজিটিং কার্ড দিল লোকটিকে। আমার বন্ধুটি কার্ডটি হাতে নিয়ে দেখল সে একজন টেলিভিশন ও চলচিত্র অভিনেতা। তার পর তার পরিবার পরিজন আসল তারা আমার বন্ধুটির টাকা পরিশোধ করল।

এই ঘটনাটি আমার বন্ধুর মুখে আমি শুনেছি আর শুনে আমার খূব ভাল লেগেছে। আমার লেখায় বানানে ভুল হলে নতুন ব্লগার হিসেবে মার্জনা করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.