আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটির হারানো শৈশব

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

শৈশব মনে পড়ে মেয়েটির, মনে পড়ে নতুন কাপড়ে সাজানো পুতুলখেলার স্মৃতি কাদামাটির ছোট ছোট ঘর; ভেন্নাপাতায় টাপুর-টুপুর ভেসেযাওয়া আনন্দের দিন মায়ের আদর, গলা জড়িয়ে ঘুমভরা রাত, আঁচলে মুখ ঢেকে বাবার বকুনি হজম মনে পড়ে তার দুপুরে দুরন্ত সাঁতার, পদ্মপুকুরে কলমির বুকে ডাহুকের রাঙা পা; শৈশব কড়া নাড়ে মেয়েটির চোখে- বন্দী কৈশোরে কান্ত ঘুমে একাকী মাঝরাতে মেয়েটি এখন কাউন সরিয়ে ধবধবে চাল সেদ্ধ করে, মাছ ভাজে, ডিম ফোটায় রাতের এটো-কাঁটা কুড়ায়, ঘর-দোর মোছে ঘামে- অন্যের ঘরে অন্য মানুষের মেয়েটি এখন একাকী ঘুমোয়, একাকী জেগে ভাঙা আয়নায় শৈশব নাড়েচাড়ে ট্যাপ ঘুরায় জল ভরে, চোখ ধোয়-মোছে জনালায় নিঃশব্দে পাতার গান শোনে নিজে সাজে না; সে অন্যকে সাজায়, জুৃতো পরায়, চুল পাট করে সুন্দর বানায় সরাটা দিন নিঃসঙ্গ ঘরে কানামাছি খেলে; রঙিন সোফায় ঘুমিয়ে আতকে ওঠে মেয়েটি মসৃণ মেছেতে গোল্লাছুট আনন্দে দেয়ালে এখন কপালের রক্ত ঝরায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।