আমাদের কথা খুঁজে নিন

   

সোয়াইন ফ্লু অপ্রতিরোধ্য: জাতিসংঘ

The most beautiful thing is to see a person smiling And even more beautiful is, knowing that you are the reason behind it!!!
জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন সোয়াইন-ফ্লু এখন অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়েছে৻ মেক্সিকোয়, যেখানে প্রথম এই রোগের প্রকোপ দেখা দেয়, সেখানে বিশ্ব নেতাদের এক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান, মার্গারেট চ্যান, এ কথা বলেন৻ মেক্সিকোয় প্রথমবারের মতো সোয়াইন ফ্লু ধরা পড়ার পর দুই মাস পার হয়েছে৻ তারপর থেকে এই ভাইরাস অল্প ক‘দিনেই একশর মতো দেশে ছড়িয়ে পড়েছে৻ আক্রান্ত হয়েছে সত্তর হাজারের মতো মানুষ আর এ পর্যন্ত মারা গেছে তিনশর মতো৻ বেশিরভাগ ক্ষেত্রেই এই সংক্রমণের ঘটনা বেশ সাদামাটা৻ তবে এই ভাইরাস এতো দ্রুত ছড়িয়ে পড়তে পারে সেটা নিয়েই স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্বেগ৻ সোয়াইন ফ্লু ঠেকাতে কি ধরণের ব্যাবস্থা নেওয়া যায় এবং এ পর্যন্ত কি ধরণের অভিজ্ঞতা হয়েছে সেসব বিষয়ে আলোচনা করতে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশেষজ্ঞরা মেক্সিকোর কানকুনে সমবেত হয়েছেন৻ প্রথম দিনের বৈঠক শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মার্গারেট চ্যান, স্পষ্ট করে দুটি উপসংহার টেনেছেন৻ তিনি বলেছেন, এই H1N1ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রন করার চেষ্টা অর্থহীন, এটা থামানোর মতো নয়৻ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মেক্সিকোকে নিরাপদ গন্তব্য বলেই উল্লেখ করেছেন যেখানে এই ভাইরাসে এখনো পর্যন্ত সবচে‘ বেশি মানুষের মৃত্যু হয়েছে৻ যেভাবে পরিস্থিতির সামাল দেওয়া হয়েছে তার জন্যে মার্গারেট চ্যান মেক্সিকোর প্রশংসা করেছেন ৻ তিনি বলেন সারা বিশ্বের কাছে মেক্সিকো আগাম সতর্ক বার্তা পাঠিয়েছে৻ এই ভাইরাসের বিষয়ে কতো দ্রুত এবং স্বচ্ছভাবে রিপোর্ট করা যায়, এর বিরুদ্ধে কতোটা কার্যকর উপায় ব্যাবস্থা নেওয়া যায়, কতো সহজে ও আন্তরিকতার সাথে এ বিষয়ে তথ্য অন্যদের সাথে ভাগ করে নেওয়া যায়, মেক্সিকো তার একটা নমুনা তুলে ধরেছে৻ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন যে, এই ভাইরাস এখন দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে৻ চিলিতে ১৫ এবং আর্জেন্টিনায় ২৬ জন প্রান হারিয়েছেন৻ ব্রিটিশ সরকার বলছে যে, আগামী মাসের শেষ নাগাদ যুক্তরাজ্যে দিনে এক লাখের মতো মানুষ আক্রান্ত হতে পারে৻ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই ভাইরাসে আক্রান্ত মানুষ কোনো ধরণের চিকিৎসা ছাড়াই সেরে উঠছেন৻ এবং আগামী মাসেই এই ভাইরাসের জন্যে একটি টিকা পাওয়া যাবে, অবশ্যই পরীক্ষামূলকভাবে৻ বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ হলো যে এই ভাইরাস পরিবর্তিত হয়ে মারাত্মকও হয়ে উঠতে পারে৻ তবে বেশিরভাগ ক্ষেত্রেই উপদেশ একই৻ এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র সহজ উপায় হলো- সবসময় হাত ধোয়া এবং অন্য কারো সাথে থাকার সময় কাশি ও হাঁচি দেওয়া থেকে বিরত থাকা৻
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।