আমাদের কথা খুঁজে নিন

   

খেয়ালী প্রিয়ার মুখ



একদা, মিলন বেলা--- শুরু হয়ে ছিনু চলা এক সাথে এক পথে- পৃথিবীর গ্রহ চাঁদটি যেমন চলেছে তাহার সাথে। তেমনি সে চলেছিল, পথ থেকে দূর পথে, চলেছিল প্রিয়া হাত রেখে মোর হাতে। আমি ছিনু তার একান্ত কথার শিরনাম, আমি ছিনু তার সাধনা, সাধনোচিত ধাম। সেদিন ফোরাল কবে ! চলে গেল প্রিয়া দূরে, পৃথিবীর চাঁদ এখনো রয়েছে, প্রিয়া নেই বাহুডোরে। সেই থেকে প্রিয়া নেই এর পর একা একা পথ চলা, কত কাল জোড়ে, তবো বার বার ভেসে উঠে চোখে প্রিয়া সেই। খেয়ালী স্বপনে ভাসে মোর মনে খেয়ালী প্রিয়ার মুখ, আপনে যাহারে পাইনি ভূবনে স্বপনে কি হয় সুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।