আমাদের কথা খুঁজে নিন

   

বিয়া করেছেন ? করেন নাই ?..... সর্বনাশ..

বল বীর! চির উন্নত মম শির!

ঘটনা এক : কেওক্রাডং অভিযান শেষ করে ফিরছি তিন বন্ধু। কয়েকদিনের ট্রেকিং এর ধকল চেহারায়। সংগে না কামানো মুখ। দুই বন্ধুর দিকে তাকিয়ে দেখি তাদের কিছু অকালপক্ক দাড়ি গোঁফও দেখা যাচ্ছে। রুমা বাজার থেকে চান্দের গাড়িতে করে ফিরছিলাম ।

গাড়িতে এক স্থানীয় বাংগালির সাথে আলাপ। লোকটা একটু ক্ষ্যাপাটে ধরনের কোথায় গেছিলাম শুনে উত্তেজিত হয়ে গেলেন। তার কথা কেন কেওকারাডং গেলাম ? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় মরমং (?)। কেন কেওকারাডং গেলাম? তার মারমুখি ভাব দেখে আমরা মিনমিন করে বললাম ভুল হয়ে গেছে। এর পর সে আবার ভাল মানুষের মত এটা ওটা জিজ্ঞাস করছে।

হটাৎ করে উজ্ঝলকে জিজ্ঞাস করল বিয়া করছেন তো? উজ্ঝল ভাল মানুষের মত বলল না। ব্যস লোকটা আবার উত্তেজিত। 'দাড়িদুড়ি সব পাইকা গেছেন এখনও বিয়ে করেন নাই' - বলে সে গাড়িতে মহাহুলুস্থুল বাধায় দিল। সবাই ঘুরে দেখছে। আমরা চুপ।

এরপর সে ধরলো পাপ্পুকে, আপনি করছেন? উজ্ঝলের অবস্থা দেখে পাপ্পুর শিক্ষা হয়ে গেছে । সে তাড়াতাড়ি বলল, করেছি। লোকটা খুশি, বেশ.. বেশ। এবার সে জিজ্ঞাস করলো কয় বাচ্চা? পাপ্পু বললো, দুইটা। এইদিকে আমাদের চোখ বড়বড়।

আমাদের অবস্থা দেখে লোকটার মনে হয় কিছু সন্দেহ হল, জিজ্ঞাস করলো নাম কি বাচ্চাদের? পাপ্পু অবলীলায় বলল , 'সাদ্দাম আর মারাম। ' নাম দুইটা ছিল আমাদের কেওক্রাডং যাত্রার গাইড লারাম এর বাচ্চার নাম। জানবাঁচাতে পাপ্পু নিজের বলে চালিয়ে দিল। আমার হাসি ভিতরে গুমরে গুমরে উঠছিল। কিন্তু খেপা লোকটা আবার কি কান্ড করে ভেবে চেপে থাকলাম পুরাটা পথ।

ক্রমশ :....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।