আমাদের কথা খুঁজে নিন

   

সারারাত, প্রতিরাত ( চলবে)

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
সারা রাত, প্রতিরাত লেখার ইচ্ছা ছিলনা তাও লিখতে হলো বাধ্য হয়ে। সন্ধা ৬ টায় ডিনার শেষ করলাম অফিসের নিয়ম অনুযায়ী। রাত ৯ টায় ক্ষুধা লেগে গেল। কিছুই করার নেই একগ্লাস দুধ খেলাম তাও আবার পেটে গ্যাসের যন্ত্রনা বেড়ে গেল। এন্টাসিড ও খেলাম।

ব্লগে সময় দিতে দিতে বেশ রাত হলো। এখন শরু হলো রুম মেইট যন্ত্রনা। সে প্রেম করে। রাত ভর কথা বলবে। আমি ভালবাসি, হাজার বার বলবে।

ফোনে কিস দিবে। জোরে জোরে কথা বলবে। ফিস ফিস আওয়াজ হবে। আমার কানে লাগে। ঘুম হওয়ার কোন সম্ভাবনা থাকলনা।

হঠাৎ বাইরে আচমকা শব্দ হলো। আসলে আরবের মানুষ সম্পকে` মন্তব্য করা ঠিক হবে কিনা জানিনা তবে এতটুকু জানি পৃথিবীর কোন অসভ্য জাতি থাকলে মনে হয় ওরাই আছে তাও মনে হয়েছে ওদের আচরনে। রাত ৩.৩৪ মিনিট। এমন একটি শব্দ মনে হলো কিছু একটি হয়েছে। বাইরে বারান্দা খুলতেই দেখি একটি গাড়ী দিখন্ড হয়েছে এবং রাস্তায় পড়ে আছে।

ওরা সব সময় গাড়ী নিয়ে খেলা করে। এমন ভাবে সাদা কাপড় পড়ে ২ জন দাড়িয়ে আছে যেন পৃথিবীর সেরা ২ জন ভদ্র লোক। আমার কাল সকাল উঠতে হবে। আমি জানি আমার সারাদিন রোদ্রে পুড়তে হবে। সারাদিন মাথাব্যাথা করবে।

তাও কিছু করার নেই। ঘুমানোর দিন শেষ। জীবনে মায়ের কোলে অনেক ঘুমিয়েছি। আর ঘুমানো যাবেনা জানি। একটি বিমান আকাশে উঠার শব্দ হলো ।

মনে হলো আমি সেই বিমানে আছি। আর কিছুক্ষন বাকি আছে আমার সেনার বাংলাদেশকে দেখার। তা কি সত্য ? না ,সেই আমাকে অফিসেই যেতে হবে। পশুর মত খাটাবে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।