আমাদের কথা খুঁজে নিন

   

ছাগুরামকাব্য 04 ঃ সারারাত জাগে ছাগু মহা পপুলার

পচা কথা বলি। আবালেরা অফ যাও।

সারারাত জাগে ছাগু মহা পপুলার। সম্মুখে হরতাল আজ আর কাল বাসায় কাঁঠাল- এর পাতা জড়ো করে খায় আনমনে চাবায় লাদি ছাড়ে ব্লগে লগে লগে যোগ করে টীকা "নয় অহমিকা নয় মোর হৃদয়ের ভার। আমি মহা পপুলার।" একাকী মুর্শেদে হুমকি হানে গিয়ে সেধে সেধে তার মতো আর ছাগাপাঁঠা যত গংটং বেঁধে হামলা করিলে এই ব্লগে লগে লগে মানবের ব্লগানোর দিন শেষ হবে তাতে সন্দেহ তো নাই। তবে ওরূপ কুকর্মে তার স্পৃহা নেই। তাতে ভীষণ অনীহা। কিন্তু হুমকি মিছে কিছু নয় নয় কোন বিপন্ন বিস্ময় যত রাজ্যে ছাগাপাঁঠাদলে জিজ্ঞাসিলে বলে "ছাগুরাম? ঐ ব্যাটা ভাঁড়? সে যে মস্তপপুলার!" সারারাত ... জাগে ... ছাগু ... মহা পপুলার ...!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।