আমাদের কথা খুঁজে নিন

   

মতলববাজ ব্যবসায়ী আর 'বিশেষ অজ্ঞ'দের হাত থেকে আইটি সেক্টরকে রক্ষা করুন

বুকের ভেতর বহুদূরের পথ.........

প্রতিটা সরকার আইসাই আইটি নিয়া খুব তোড়জোড় শুরু করে। হেন করেঙ্গা তেন করেঙ্গা। আর এই সময় সরকার মহোদয়ের সাথে তাল মিলায় কিছু মতলববাজ ব্যবসায়ী আর তথাকথিত কিছু 'বিশেষ অজ্ঞ'। বিএনপি আইলে সবুর খান আর আওয়ামী লীগ আইলে মোস্তফা জব্বার। এরা আইটি বা ডিজিটালের কিছু বুঝেনা, আইটির কোন শিক্ষা দীক্ষা এগো নাই।

এরা যেইটা বুঝে সেইটা হইলো গিয়া মেশিন বেঁচা। আর এইটা তারা খুব দক্ষতার সাথেই করতাছে। কোন সরকারই কম্পিউটারের উপর এক পয়সা ট্যাক্স বসাইতে পারেনা। প্রায় দশ বছর ধইরাই এই ব্যাপারীরা স্বপ্ন দেখাইতাছে কম্পিউটার শিখা দেশের তরুণ সমাজ বস্তা বস্তা টাকা কামাইবো, কোটি কোটি টাকার সফটওয়ার রপ্তানী হইবো। কিসের কি, তরুণ সমাজ কম্পিউটার দিয়া মুভি দেখে, চ্যাট করে, 'দেশী বিদেশী গার্লের' ছবি দেখে.....আমাগো সেই দিন গুলার মত সিনেমা হলে গিয়া 'এক টিকেটে দুই' দেহনের কাম নাই- ঘরে ঘরে পর্ণ।

কেউ কেউ অবশ্য কাজের জিনিসও করে কিন্তু লাভ নাই। কোটি টাকার সফটওয়ার-মাল্টিমিডিয়া রপ্তানীর স্বপ্ন, স্বপ্নই থাইকা যায়। NIIT, APTECH এর সাথে দেশী কিছু প্রতিষ্ঠান লুইটা নিয়া যায় গরীবের টাকা। অবশ্য মেশিন ব্যাপারীগো মেশিন ঠিকই বেঁচা হইতাছে। নতুন সরকার আইছে, সাথে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান।

মেশিন ব্যাপারীরা লাফ দিয়া উঠছে, এই চান্সে যদি কুটি কুটি মেশিন বেঁচা যায়। লিড দিতাছে 'জব্বর' সাব। প্রধাণমন্ত্রী যদি খালি বুঝতো, ব্যাপারীগো দিয়া ব্যবসাপাতি হয়, মাল বেঁচা হয়, কিন্তু ডিজিটাল দ্যাশ হয়না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।