আমাদের কথা খুঁজে নিন

   

একটি চিঠির উত্তর............

আসুন সবাই ওপেন সোর্স ব্যবহার করি।

তোমার মনে আছে কী লিখেছিলে? লিখেছিলে "আমি শুক্রবারে আসব"। কেন লিখেছিলে? কারণ তুমি নিশ্চিত আমি না করব না। না করার কোন কারণও নেই এবং কখনো করিনি। এবং যেহেতু আমি তোমাকে আসার কথা বলে আর না করিনি, সেহেতু তোমার না আসার কোন কারণ দেখি না।

আমার প্রব্লেম থাকলে তো তোমাকে জানাতামই। আবার লিখেছ তোমাকে আসার সময় বলে দেইনি, তুমি আমার স্টুডেন্ট না। তোমাকে যদি স্টুডেন্ট মনে করতাম তাহলে তো সময় বলে দিতাম। আর এর আগে কখনো তোমাকে সময় বলে দিতে হয়নি তাই প্রয়োজন বোধ করিনি। আর এর আগে কখনো তোমাকে অনুরোধ করতে হয়নি।

বুঝতেই পারছো গন্ডগোলটা তোমার নিজের মধ্যেই। বিঃদ্রঃ নিজের পরিবর্তন অন্যের ঘাড়ে না চাপানোই ভালো। তুমি ভালো করেই জানতে আমি বন্ধুদের শুধু পরীক্ষা কেন আরো অনেক কিছু থেকেই বেশী গুরুত্ব দেই। তাই মনের অজান্তেই হয়তো একটা আশ্চর্য বোধক চিহ্ন দিয়ে দিয়েছ। যাই হোক তাই সত্যি।

পুনশ্চঃ সোজা সাপটা কথা শিখে গেছ শুনে ভালো লাগছে। কিন্তু তোমার না বুঝে কথা বলার অভ্যাসটা আর যায়নি। আর তর্কের খাতিরে তর্ক করাটাও বাদ দিতে পারো। আর আন্তরিকতা আমাকে যে শেখাতে হবে না, সেটা তুমি ভালো করেই জান। অবশেষে, না বুঝে সোজা সাপটা কথা বলে আর তর্ক করে নিজেকে এবং অন্যকে বিপদে ফেলা থেকে বিরত থেকো, এই কামনায়।

ইতি যে যেমন ছিল, তেমনি আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.