আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ। শুয়োরের বাচ্চাদের অর্থনীতি ও নির্লজ্জ পাঠচক্র (পর্ব-২)

নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!

আগের পর্ব Click This Link দাতাগোস্ঠি, উন্নয়ন সহযোগী নামক আর কতগুলো গালভরা শব্দমালা হামেশা বয়ান করা হয়। আচ্ছা অর্থলগ্নিকারী প্রতিস্ঠানকে দাতা বলা হচ্ছে কেন? তাহলে বানিজ্যিক ব্যাংকগুলোর কি দোষ! কিছুটা কমসুদে ধার দিলেই (নানান শর্তের বেড়াজালে) কি দাতা বনে যাওয়া যায়। দাতা মানে যিনি দান করেন। গেটস ফাউন্ডেশন, হাজী মহসিন ইত্যাদি। ১০০ টাকার মধ্যে ৭০ টাকা ঋন আর ৩০ টাকা দান দিয়ে ৫০ টাকা কনসালটেন্সি বাবদ, ২০ টাকা বৈদিশিক ক্রয় বাবদ আর লোকাল টাউট বাটপাররা ২০ টাকা ভাগবাটোয়ারা করে মোটামুটি ১০টাকা জনতার ভাগে পরলে তাকে কোন দু:খে দাতা বলব? আর দাতাদের অফিসইবা এতটা জৌলুস, চরম মাত্রার কড়া নিরাপত্তা সমৃদ্ধ কেন? কেনই বা তারা দেশীয় আইনের আওতার বাইরে থাকার জন্য হাসঁফাসঁ করেন? দাতার আবার ভয় কিসের? দাতারতো কোন শক্রু থাকার কথা না।

আসলেই কি তারা দাতা? ক্ষুদ্রঋন এ অর্থনীতির আরেক রসালো বস্তু। অযুত লক্ষ এনজিও নেমে পড়ছে এ লোভনীয় ব্যবসায়। প্রবন্ধ, নিবন্ধ লিখে, সেমিনার সিম্পোজিয়াম করে অনেক হাভাতে এসিস্ট্যান্ট প্রফেসর ফুল (বা ফাউল) প্রফেসরে পরিনত হচ্ছেন, মোটা মোটা বইয়ের লিখক বনছেন। ক্ষুদ্রঋনের মাইকের আওয়াজ নাকি মহাসাগর পাড়ি দিচ্ছে। আচ্ছা বলি, দরিদ্র মানুষ কবে চেয়েছে ব্যবসায়ি হতে? আর তার চরম ব্যবসায়িক উৎসাহ, বুদ্ধি, জ্ঞান চাপা পড়ে যাচ্ছিল পুজিঁর অভাবে? ক্ষুদ্রঋন সে মহান দায়িত্বভার কাধেঁ নিয়েছে! দরিদ্রমানুষ কিংবা বেশীরভাগ মানুষ (অন্তত: বাংলাদেশে) প্রথমত চাকরি করতে চায়।

ব্যবসা নয়! আমাদের সমাজে এখনো ছেলে চাকরি করে শুনলে পাত্রীর মা-বাবা উৎসাহী হয়ে উঠে, ব্যবসায়ী শুনলে দুনোমনা ভাব দেখায়; বিশ্ববিদ্যালয় উত্তীর্ন তরুনরা প্রায় ৯৯% চাকরি খোজেঁ, ব্যবসাকে ভয় পায়। সুতরাং, প্রচুর পরিমানে মানব শ্রমনির্ভর খাতের ক্রমবিকাশই এদেশের দারিদ্র বিমোচনের প্রধান উপায়। এটা বুঝার জন্য শিকাগোতে ডক্টরেট নিতে হয়না। আর এটা বুঝলেই নোবেল প্রাইজ পেতে হয়না। এটা নাবালক বালকেও বুঝে! ব্যবসার জন্য যতটা না পুজিঁ লাগে তার চেয়ে বেশি লাগে ইচ্ছা, সাহস, বুদ্ধি, ধৈর্য্য, বিষয়ক জ্ঞান।

(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.