আমাদের কথা খুঁজে নিন

   

আগুন ও পতঙ্গ তত্ত্ব



আগুন জ্বলে উঠলে পতঙ্গ কাছে আসে। তাই, তুমি কোনো পতঙ্গকে কাছে আনতে চাও তো আগুন হয়ে যাও। ইত্যাদি প্রসঙ্গ নিয়ে অনেকনেক কবিতা হয়েছে, ব্যবসা প্রচারে বেসিক তত্ত্ব এটাই হয়েছে, আর বিপ্লব-ভণ্ডবিপ্লবেও মূল দার্শনিক গাইডলাইনস এটাই হয়েছে; কিন্তু এর কেন-এরকম অর্থাৎ পতঙ্গের মনস্তত্ব নিয়ে কোনো আলোচনা দেখি নি। আমি নিজে একবার সত্যি সত্যি পতঙ্গ হয়ে দেখেছি ঐ-সময়ে অন্য কিছুর হিসাব থাকে না, আর থাকে না আগুনের খুনীরূপ ; শুধু দেখা যায় তার উজ্জ্বল মোহনীয় সেক্সি সেক্সি ফেস। বিশ্বাস করবে না, আমার কোনো আলাদা অনুভূতি হয়-নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.