আমাদের কথা খুঁজে নিন

   

বিষের প্রকোপে শেখ হাসিনার কান আর খালেদা জিয়ার হাঁটুর সমস্যা (!)

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

শেখ হাসিনাকে জেলখানায় বিষ প্রয়োগ করা হতো - এই নিউজটা স্মরণ করিয়ে দেয় রাজা-বাদশাদের যুগের কথা। সক্রেটিস, জুলিয়াস সিজার থেকে শুরু করে অসংখ্য রাজণ্যকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। কলিকালের কোন রাজনৈতিক নেতাকে বিষ প্রয়োগে হত্যার ষড়যন্ত্র যেমন বিরল তেমনি অভিনব। যারা এই পদ্ধতি পুনঃপ্রচলন করার চিন্তা করেছে নিঃসন্দেহে তারা রাজাবাদশাদের উত্তরসূরী হবেন। কিন্তু শেখ হাসিনাকে যদি বিষ প্রয়োগ করা হয়ে থাকে এবং তার ফলে যদি তার একটা কানে সমস্যা দেখা দেয় তবে সেই বিষ নিয়ে সন্দেহ করার অবকাশ থাকে।

দেশের সর্বোচ্চ পর্যায়ের ষড়যন্ত্রকারীরাও কি ভেজাল বিষের হাত থেকে নিষ্কৃতি পায়নি? এমন বিষ মিশ্রন করেছে যার ফলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে কানে! বিচিত্র বিষের চরিত্র। এদিকে শেখ হাসিনাকে বিষ প্রয়োগ করা হতো এই সংবাদ মার্কেটে চাউর হবার পরে খালেদা জিয়ার বিষয়েও দুশ্চিন্তা বেড়েছে দেলোয়ার সাহেবের। তিনি আশংকা করেছেন হয়তো খালেদা জিয়াকেও জেলখানায় বিষ প্রয়োগ করা হতো। তবে শেখ হাসিনার যেমন কান আহত হয়েছে খালেদা জিয়ার তদ্রুপ সমস্যা দেখা দেয় নি। কিন্তু জেলখানা থেকে বের হয়ে দেখা গেলো খালেদা জিয়ার হাঁটুর সমস্যাটা আরো বেড়েছে।

তবে কি জেলখানায় ঐ বিতর্কিত বিষ সেবন করানোর ফলে খালেদা জিয়ার আঘাতগ্রস্থ হাঁটুর অবস্থা আরো নাজুক হলো! যদি তাই হয় তার মানে খালেদা জিয়ার ক্ষেত্রেও বিষ অসফল। এই যদি হয় বিষের অবস্থা তবে দেশ নিয়ে আশংকা করার যথেষ্ট কারণ আছে। দেশের সর্বোচ্চ নিরাপত্তা প্রাপ্ত দুই নেত্রীকে প্রদত্ত বিষও যদি হয় ভেজাল এবং তা কান ও হাঁটুর মত অগুরুত্বপূর্ণ অঙ্গে যদি প্রতিক্রিয়া সৃষ্টি করে তবে আমি সত্যিই এই জাতির ষড়যন্ত্রকদের নিয়ে উদ্বিগ্ন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।