আমাদের কথা খুঁজে নিন

   

বিষের দাওয়াই

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

পিরিতি ঘুনের কাষ্ঠ গুড়া গুড়া মন অন্তর অঙ্গার করিয়া কই গেলা নাগর আপন ছিলা ঘরের পুরুষ যাইতে শহর কী সুখে পাষান কালা হইলা এমন শুকাইলো গাঙের জোয়ার অঙ্গের বাসর নাও নাই রস যমুনায়, নারীর দেহে চর নিশি জাগি একলা ঘর লন্ঠন পুড়াইয়া অভাগিনীর চক্ষের জল গিয়াছে শুকাইয়া সতী নারী গৃহ থাকে থাকে তার মানুষ নজর পড়িলে গায়ে ননদী দেয় দোষ আম গাছে পাতা আসে জাম গাছে ফল চান্দেরে সোহাগ করে আসমানের জল শাড়ির আঞ্চল পাতি বসাইলাম বন্ধুরে পানেতে রাঙায়ে ঠোঁট গীত দিলাম সুরে বুঝে না অবুঝ পুরুষ অবলার দুখ উজালা শহরে গিয়া কিবা পাইলো সুখ ইষ্টিমারের ডাক আসে পন্থ চাহে নারী বিষের দাওয়াই পাঠাও বন্ধু না আসিলে বাড়ি --- ড্রাফট ১.০ / নিরীক্ষামূলক ফোক লিরিক। পরিমার্জনের অপেক্ষায়


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।