আমাদের কথা খুঁজে নিন

   

মুছে দিয়ে: উৎসর্গ- নির্ঝর নৈঃশব্দ্য দাদা কে

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

ভাবি মোদের মনে, এগিয়েছি কী সমুখপানে নাকি চলেছি পিছুর টানে? প্রশ্নে বিদ্ধ করে মন মগ্ন থাকি কিছুক্ষণ, খুলেছি কি হিংসার আবরণ? নাকি যেখানে ছিলাম দাঁড়িয়, সেখানেই গেছি হারিয়? হয়ে এসেছি কি পার, সেই জীর্ণ দ্বার? আলোর নেশায় ক্ষেপিয়ে মন করেছি কি মোরা মুক্তির পণ? এবার সব জীর্ণতা ছুঁড়ে ফেল মোরা দলে দলে, মুছে দিয়ে গ্লানি নব সুর আনি। এই ভুবন মাঝে সকল কাজে জীর্ণতার করি শেষ। উদার চিত্তে এই ধরণীতে দু'হাত প্রসারিত করে; আলিঙ্গনে ঘিরে হৃদয়ে হৃদয় গেঁথে থাকি মোরা একসাথে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.