আমাদের কথা খুঁজে নিন

   

নাগরিক যন্ত্রনা ধানমন্ডিবাসীঃ

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

নাগরিক যন্ত্রনা ধানমন্ডিবাসীঃ ঢাকা শহরের আভিজাত্য ছিল এক সময় ধানমন্ডি আবাসিক এলাকা । ছিমছাম নিরিবিলি বিশাল এলাকা নিয়ে ধানমন্ডি আবাসিক এলাকা গঠিত। ধানমন্ডিবাসী সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ধানমন্ডি ১ নম্বর থেকে ৩২ নম্বর ছাড়াও এই ৪৯ নম্বর ওয়ার্ডের মধ্যে আছে-ধানমন্ডি ১৫ নম্বর স্টাফ কোয়ার্টার, মিতালী রোড, মিরপুর রোড, সাতমসজিদ রোড, পিলখানা বিডিআর ৪ নং গেট, পুর্ব রায়ের বাজার এবং কলাবাগান শিশু পার্ক। গত কয়েকদিন পুর্বে ধানমন্ডি এলাকার এমপি ব্যারিস্টার ফজলে নূর তাপস এলাকার উন্নয়নে ধানমন্ডি কল্যান সোসাইটি’র প্রতিনিধিদের নিয়ে একটা মিটিং করেন।

কিন্তু মিটিং করে অবস্থার কোন পরিবর্তন হয়না-তা আবারো প্রমানিত হয়েছে। ততকালীন পুর্ব পাকিস্তানের ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট(ডি আই টি)১৯৫৫ সালে ৫ শত একর জমিতে ৬৮০ টি আবাসিক প্লট নিয়ে প্রথম গ্রীণ ধানমন্ডি সাইলেন্ট জোন আবাসিক এলাকা গঠিত হয়। বর্তমানে কিছুকিছু প্লট রিসাইজ করে মোট ৬ শতাধিক প্লটে বসত বাড়ি এবং ২ শতাধিক প্লট বানিজ্যিক ভবন হিসেবে ব্যবহার হচ্ছে। ৪৯ নম্বর ওয়ার্ডে প্রায় ২ লক্ষ জনসংখ্যার মধ্যে ভোটার আছেন ৪২ হাজার। এই ওয়ার্ডে মাত্র একটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, ২৮ টি কোচিং সেন্টার, ৯৫ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৩৬ টি কলেজ, ৪৫ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ২৪ টি হাসপাতাল, ৫৬ টি ক্লিনিক, ৩২ টি ডায়াগ্নস্টিক সেন্টার, ৩০ তি প্রাইভেট কমিউনিটি সেন্টার এবং ১২ টি মসজিদ আছে।

আমি সত্যি জানিনা পৃথিবীর অন্য কোথাও এতটূকুন যায়গায় ৪৫ টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছেকিনা! ধানমন্ডি সরকারী গার্লস হাইস্কুল, কামরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, কাকলী উচ্চ বিদ্যালয়, জুনিয়র ল্যাবরেটরিজ হাইস্কুল, ঢাকা সিটি কলেজ, ইউনিভার্সিটি উইমেন ফেডারেশন কলেজ এবং ডঃ মালেকা আল-রাজী বিশ্ববিদ্যালয় কলেজ এমপিও ভুক্ত। বাকী ৯০ টি হাইস্কুল, ও ৩২ টি কলেজের শিক্ষাবোর্ড, শিক্ষা অধিদপ্তর এমনকি ঢাকা সিটি কর্পোরেশনেরও কোন অনুমোদন নেই। এছাড়াও ইউনাইটেড বিশ্ববিদ্যালয়, স্টাম্ফোর্ড এবং স্টেট ইউনিভার্সিটি ছাড়া অন্যকোন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেই। ৯৫ পার্সেন্ট ডায়াগন্সটিক সেন্টার, ক্লিনিক, হাসপাতালের অবৈধ রমরমা ব্যবসা। এসব প্রতিষ্ঠানের বাংলাদেশ পরমানু কমিশন, পরিবেশ অধিদপ্তর, সিভিল সার্জন অফিস, ফায়ার ব্রিগেড এমনকি ঢাকা সিটি কর্পোরেশন কোন অনুমোদন নেই।

এসব প্রতিষ্ঠান আবাসিক এলাকায় হবার কারনে প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অসহনীয় যানজট লেগেই থাকে। এই এলাকার প্রধান সমস্যা যানজট। মির্জা হাফিজ রোড, অলি আহাদ রোড, শেখ কামাল রোড, শমসের মবিন চৌধুরী রোড সহ বেশ কয়েকটি রোডের অবস্থা অত্যন্ত বেহাল। পুরাতন ১৫ নম্বর, ৪ ও ৫ নম্বর রোড এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভয়াবহ রকমের খারাপ। লেকের ওয়াক ওয়েগুলোতে নেই পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা।

সন্ধ্যা ঘনিয়ে আসলেই রবীন্দ্র সরোবর এলাকায় দর্শনার্থীদের প্রায়শই পরতে হয় দলবদ্ধ ছিনতাইকারীদের খপ্পরে। সাতমসজিদ রোডে আমাদের ইয়াং স্বরাস্ট্র মন্ত্রী "তাজ" নামক নিজের আরো একটি বাড়ী বানাচ্ছেন। রাস্তার উপড় ছরানো ছিটানো নির্মাণ সামগ্রীর কারনে এলাকায় নাগরিক সমস্যা নতুন আকার ধারন করেছে। অনেকেই বাড়ী বানাচ্ছেন। কিন্তু তাজ সাহেবের বাড়ী বলে কথা-উনার কেয়ারটেকার সহ নির্মাণ শ্রমিকদের বেশুমার ক্ষমতার দাপটে এলাকার সাধারন মানুষ দিশেহারা।

ওনার বাড়ীর নির্মাণ সামগ্রী দিনেরপর দিন রাস্তার অনেকাংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখার ফলে পথচারীদের নিদারুণ কস্টের সম্মুখীন হতে হচ্ছে। স্বরাস্ট্র প্রতিমন্ত্রীর বাড়ী বলে কথা-কেউ টুশব্দটি পর্যন্ত করার সাহস পাচ্ছেনা। ছোটবেলা থেকেই দেখে আসছি-একদার ক্লীন ধানমন্ডির, গ্রীণ ধানমন্ডির, সাইলেন্ট জোন ধানমন্ডি এলাকার নিজস্ব একটা নিরাপত্তা ব্যবস্থা ছিল। বর্তমানে সেই নিরাপত্তা নেই। এখানে এখন চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী এবং মাদক ব্যবসা নিত্তনৈমত্তিক বিশয়।

এমন একটা দিন নেই, এমন একটা রাত নেই-যাদিন/ রাত ধানমন্ডি এলাকার কোন বাড়ীর গ্রীল কেটে চুরি ডাকাতি হয়না, এমন একটা রাত নেই যেদিন কোননাকোন ফ্লাট বাড়ির গ্যারাজে ঢুকে ডাকাত দল সিকিউরিটি গার্ডদের হাত-পা বেধে গাড়ির মুল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায়না। আইন শৃংখলা রক্ষার জন্য ৫ নম্বর রোডে সুধা সদনের সামনে-পিছনে শতাধিক পুলিশ, এলিট ফোর্স RAB, পিজিআর আর বিভিন্ন গোয়েন্দা শাখার গোয়েন্দাদের জমজমাট ভীড়! কিন্তু সাধারন ধানমন্ডি বাসীর কোন নিরাপত্তা নেই। এদিকে ধানমন্ডি আবাহনী ক্রিকেট কন্ট্রোল রুমের সাঁজঘরে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা "ইয়াং ওয়ানস" নামকরন করে দখল করে সেখানে দিন-রাত জুয়া খেলা এবং মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। অন্যদিকে লেকের পাড় দখল করে বংগবন্ধু স্মৃতি জাদুঘর নামে অফিস খুলেছে স্থানীয় আওয়ামীলীগের কর্মীরা। তারা লেকের পাড়ের জমি দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়েতুলে সেখানথেকেও চাঁদাবাজী করে এলাকায় একধরনের ভয়াবহ অরাজাতক পরিস্থিতির সৃস্টি করে রেখেছেন।

ধানমন্ডি লেকের পাড় এখন সত্যিকার মগের মুল্লুক! এখানে বিভিন্ন সাংস্কৃতিক দলের রাতভর চলে মাইকে উচ্চ ভলিউমে গান বাজনা আর মাদকের হাট, আছে বহিরাগত কতিপয় শিক্ষিত কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া নামধারি বখাটেদের উতপাত। যার ফলে এলাকাবাসী অতিস্ট হয়ে পরেছে। আমাদের যৌথ পরিবার ধানমন্ডিতে বাস করি ১৯৫৫ সাল থেকে। বাবার বাড়ি ছেড়ে আমি আমার নিজ বাড়ীতে বাস করি প্রায় ২২ বছর। আমার ছেলে বেলার ধানমন্ডি আর বর্তমান ধানমন্ডির মধ্যে বিস্তর ফারাক।

বর্তমান ধানমন্ডির দুরাবস্থার মত এমন করুণাবস্থা কোন দিন দেখিনি। বড় বড় প্লটগুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়েগিয়েছে, দোতলা বাড়িগুলো প্রয়োজনে এখন বহুতল ভবনে রুপান্তরিত হয়ে গিয়েছে। ধানমন্ডিতে এখন আর সেই পারিবারিক তথা প্রতিবেশীসুলভ সৌহার্দ কল্পনারও অতীত! এখন বোধহয় সেই গানের কলি সত্যি হয়ে গিয়েছে-"ধানমন্ডিতে ধান পাওয়া ভার, নিঠুর দালান কোঠায়"!


আরো পড়ুন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.