আমাদের কথা খুঁজে নিন

   

বড়াইগ্রামে জিপিএ-৫ সংবর্ধনা

বড়াইগ্রাম(নাটোর) উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে এই ব্লগে আলোচনা করা হবে। বেশী করে নিমগাছ লাগান, আপনার পরিবেশ ভাল থাকবে।

বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজারে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নয়াদিগন্ত প্রিয়জন সমাবেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বড়াইগ্রাম পৌর মেয়র ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন। তবে তিনি শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে আসতে না পারায় মোবাইলে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লা নূর বাবু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, বনপাড়া জাহেদা হাসপাতালের ব্যবস্থাপনা সম্পাদক ডা. জাহেদুল ইসলাম, অধ্য আফসার আলী, আব্দুস সাত্তার বিএসসি ও মাওলানা হাশেম আলী মীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা প্রেসকাবের সভাপতি মু. অহিদুল হক। কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আক্তার হোসেন ও সাবিহা হোসেন। অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলার মোট ৮৮ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে সম্মাননা ও ক্রেস্ট বিরতণ করা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.