আমাদের কথা খুঁজে নিন

   

বড়াইগ্রামে পান চাষীদের সুদিন

বড়াইগ্রাম(নাটোর) উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে এই ব্লগে আলোচনা করা হবে। বেশী করে নিমগাছ লাগান, আপনার পরিবেশ ভাল থাকবে।

নাটোরের বড়াইগ্রামে পানের বাম্পার ফলন হওয়ায় ও ভাল দাম পাওয়ায় পান চাষীদের মুখে হাসি ফুটেছে। বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলায় মোট ২২০ হেক্টর জমিতে পানের চাষ হয়। এর মধ্যে পিঙ্গইন, কুমারখালী, আদগ্রাম, জোনাইল, বর্ণি ও বাগডোব গ্রামেই বেশির ভাগ পান চাষ হয়ে থাকে।

সাধারণত উঁচু জমিতে পান চাষ করতে হয়। পানের জমিতে কোন অবস্থাতেই পানি জমতে দেয়া যাবে না। কার্তিক মাসে জমিতে গোবর ও জৈবসার প্রয়োগ করতে হয়। এরপর বাঁশের কাঠি ও সুতা দিয়ে বরজ তৈরী করে পানচাষ শুরু করতে হয়। ফাল্গুন মাসে গাছ বড় হয়, বৈশাখ মাস থেকে পান তুলে বাজারে বিক্রি করা হয়।

এ সময় পান চাষীরা বরজে বিক্রি উপযোগী সকল পান একত্রে উঠিয়ে খাঁচি তৈরী করে। প্রতি খাঁচিতে ১০০০ থেকে ১২০০ বিড়া পান রাখা হয় ( এক বিড়ায় ৮০টি পান থাকে)। এ উপজেলার পান রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, যশোরের পান আড়তে বিক্রি করা হয়। এছাড়া সৌদি আরব, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এ পান রপ্তানী করা হয়ে থাকে। প্রতি খাঁচি পান ৪০/৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।

এক একর জমিতে ৬-৮ খাঁচি পান হয়। পান পরিচর্যা সহ সকল খরচ বাদে প্রতি একর জমির পান বরজ থেকে বছরে ৩- ৩.৫ ল টাকা আয় হয় । পানের দুটি জাত শাঁচি ও দেশী। বড়াইগ্রামে শূধূ দেশী পানেরই চাষ করা হয়ে থাকে। বড়াইগ্রাম উপজেলার পিঙ্গইন গ্রামের পানচাষী আবু তালেব জানান, অত্র এলাকার জমি ও আবহাওয়া পান চাষের উপযোগী এবং অন্যান্য ফসলের তুলনায় পান চাষ অধিক লাভজনক ।

যার ফলে কৃষক অন্য ফসলের পরিবর্তে ব্যাপক হারে পান চাষের দিকে ঝুঁকছে। তিনি নিজেও মোট ৩ একর জমিতে পান বরজ করেছেন। আবহাওয়া অনুকুল থাকায় এবং রোগবালাই না হওয়ায় এ বছর পানের ব্যপিক ফলন হয়েছে এবং পানের দামও ভালো পাচ্ছেন বলে তিনি জানান। বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজার, রাজ্জাক মোড় ও বনপাড়ায় গড়ে উঠেছে বেশ কটি পানের আড়ৎ। এসব আড়তে দেশের বিভিন্ন অঞ্চলের পান ব্যবসায়ীরা পান ক্রয় করে থাকেন।

এছাড়া বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চালু হওয়ায় চাষীরা সহজেই সরাসরি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পান বিক্রি করে লাভবান হচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.