আমাদের কথা খুঁজে নিন

   

বাসন্তী ভালবাসা

এক খন্ড বরফ হাতে দাঁড়িয়ে.......

একদল বাতাস জানালার পাশের গাছ থেকে ঠোঁটে করে উড়ায়ে নিয়ে আসে একটা পাতা এমন ভাবে উড়ায়ে নিয়ে আসে- যেন চিঠি। পুরাতন প্রেমিক জানালায় চিঠি রেখে টুপ করে পালায় চিঠির ভেতর থেকে এক ঝাপি অলিখিত চুমু ব্যাঙয়ের মতো লাফিয়ে লাফিয়ে ঢোকে- প্রেমিকার হৃদয়ে, মাতাল প্রেমে মাতম উঠে- স্টীমারে ভরা ডুবি হয়। ব্যাকুল আলিঙ্গণে বন্দি হয়ে থাকে প্রেমিক মাটির গর্তে লুকায়ে রাখে প্রেমবীজ। বর্ষা আসে বর্ষা যায় চলে যায় শরৎ হেমন্ত বসন্তের বাসন্তীতে অঙ্কুরোদগম হয় কবিতার লাল সবুজের পনের কোটি বিপ্লবী কবিতা। == ১১-০৬-২০০৯ ==

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।