আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি দে বাসন্তী, রং পরে দিস

http://www.myspace.com/423882880/music/songs/31785002

রবি বাবুর* বাদলের গান কখন শেষ হইবো? হ্যার সুরেলা গান শুইন্না তুই একমিনিটতো ঠিক থাকতে পারস না! ব্যাপার কি? দরজার কপাট ধইরা গানের তালে তালে ডানবাম করস! ঠোঁটের রং -এ আরো কনস্ট্রাস্ট বাড়াস, ফেস পাউডার মাইখা হোস ফর্সা পেত্নি! তোর রবি বাবুর* বাদলের গান কখন শেষ হইবো? শাড়িটা এমনভাবে পেচাইয়া পড়স, লাগে ঝাড়ু! আমার পিরিতির সব ধূলাবালি ঝাইড়া লইয়া যায়! কাইলকা কইলাম মোড়ের ম্যানহলটার লগে উষ্ঠা খাইয়া পায়ে ব্যথা পাইছি, টিপা দিলিনা। নিজে ঠিকি পায়ে আলতা দিয়া ঘুইরা ব্যাড়াইতাছস! কতো নখরা যে দেখাইতে পারস! তোর রবি বাবুর* বাদলের গান কখন শেষ হইবো? তোর রুনু রুনু নূপুরের কসম খাইয়া ক, আমারে তুই ভালো পাস না? বুকের দুই ইঞ্চি ভিতরে একবার সান্ধাইয়া দ্যাখ, তোর লিগা কি খরা, কি বিষ! বৃষ্টি দে বাসন্তী, রং পরে দিস!! *রবি ঘোষ, বয়স ২৮, ২৫৪ নবাবপুর, ১নং ভিতরবাড়ি লেনের ৭ নং বাড়ির বাসিন্দা। দোতলা বাড়ির চিলেকোঠায় থাকেন। গানের টিচার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.