আমাদের কথা খুঁজে নিন

   

বাসন্তী



বসন্ত বীণা

গোপনে আসা যাওয়া________কেবল দুঃখ পাওয়া
কত ফাগুন যাবে এভাবে সময়ের স্রোতে ?
এসেছিলে ফুল হাতে________ ভালবাসা ছিল তাতে
রেখেদিলে তা যতনে কোন সে সোনার পাতে।
মনের ভিতরে যারে__________দিয়েছো অধিকার
কেন তারে কাছে টেনে নিতে পারছোনা আর?
এ কেমন খেলা তব__________বেদনা নাও নব নব
গোপন করে ব্যথা গড়ছো শোকের পাহাড়।
হাত পেতে আমি আছি ________ হৃদয়ের কাছাকাছি
প্রেমের প্রাসাদ গড়বো তোমায় সাথী করে
বুঝেছো তুমি কী তা__________এ যে প্রেমের বারতা
থাকো কেন দূরে সরে এসো না পাঁজর জোড়ে।
একটু সুবাস দাও_________ আবেগে জড়িয়ে নাও
সুখছুঁয়া ,মধুমায়া আদরে সোহাগে দাও;
দিবে কীনা সখি বলো?______কত যে ফাগুন গেল!
ভাসাবে কীনা সখী আমার এই ছোট নাউ?
সুখ পাখি থাকে হেথা_____ঘুরে মরছো অযথা
সুখের নোঙর ফেলে বলে দাও মন কথা।
এসেছে ঋতু ফাগুন______মনে সুপ্ত আগুন
চল হয়ে যাই উদাসী, উষ্ণ প্রস্রবণ ।


কান পেতে আমি আছি_____ শুনতে সে আহবান
মনের বেদনা সব হয়ে যাক প্রশমন।


প্রপোজাল

বসন্তের মাতাল হাওয়ায় মাতোয়ারা যদি এ মন
_________________দোষ কী মনের বল?
ফাগুনের উতাল হাওয়ায় আততায়ী যদি এ মন
__________________দোষ কী মনের বল?
যদি রাসপুটিন হয়ে যাই তোমাকে পাওয়ার আশায়
___________________দোষ দেবে কী?
যদি পরম আদরে জীবনসঙ্গী করে নিতে চাই
__________________ফিরিয়ে দেবে কী?



বসন্তের ফুল

ফাল্গুনে একদিনে ঝরেছিলো পুষ্প-এক নিরবে
শোকছিলো তারমনে বিষাদের নীলরঙে
ঘিরেছিলো নির্জনতা সাতপ্রহরের
সুন্দর একটা মনছিল
তাতে ভালবাসার রং ছিলো
সফলতা ছিল খ্যাতি ছিল তার
মেধাছিল উর্দ্ধসীমানার
বন্ধুছিল সুসময়ের সঙ্গীছিল
অনেক মানুষের মাঝেও শুধু একজন ছিলনা তার
তাই সব থেকেও নিদারুণ এককিত্ব তাকে গ্রাস করেছিলো
নির্বাসিত করেছিলেন তিনি নিজেকে
একজনের আগমনের প্রতীক্ষায়
দিনরাত মাস বছর গেলো
কার প্রতীক্ষায় ছিলেন কেউ জানেনি
সবাই জানতো তিনি প্রতীক্ষায় আছেন
প্রতীক্ষায় বসন্তের শুরুতে
ভোরের শিশিরের মতন নিরব প্রস্থান হলো তার।
মধুর বসন্তে ফুলে ফুলে ভরা সমাধি হলো তার
আর মানুষের ঢল -যারা ভালবসতো তাকে
এসেছিলো তারা অশ্রুমুক্তো আর ফুল হাতে
সেই মানুষের ঢলে হয়তো আসা হয়নি তার
সেই সে মানুষ যিনি ছিলেন নিদারুণ প্রতীক্ষার।


উৎসর্গঃ প্রয়াত অভিনেতা প্রিয় মানুষ হুমায়ূণ ফরীদি। আল্লাহ তাকে জান্নাত বাসী করুক।

তিনি ভাষা আন্দোলনের বছরে জন্মেছিলেন। মরে গেলেন বসন্তের ১ম দিনে। তাই তিনি বসন্তের ফুল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।