আমাদের কথা খুঁজে নিন

   

আজ ঐতিহাসিক পলাশী দিবস... আরাক পলাশী কি সমাগত?

বল বীর! চির উন্নত মম শির!

আজ ২৩ শে জুন ঐতিহাসিক পলাশী দিবস।বাংগালীর হৃদয়ে রক্ত ঝরানোর দিন।এই দিনই মীর জাফর, রায়দুর্লভদের বিশ্বাসঘাতকতায় নিভে গিয়েছিল বাংলার স্বাধীনতার সুর্ষ।আমরা প্বথিবী থেকে পিছিয়ে গিয়েছিলাম ২০০ বছর।এখনও বয়ে চলেছি সেই অভিশাপ।সুজলা সুফলা সমৃদ্ধ দেশে আজ ভুখা নাংগা মানুষের আহাজারি। তিতুমির,হাজী শরিয়তুল্লাহ,ক্ষুদিরামদের হাত ধরে বাংগবন্ধু পর্যন্ত নাম না জানা হাজারো স্বাধীনতাকামির সংগ্রামের ফলে যে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি তার এখন দু:সময়।স্বাধীনতাকামীর রক্তের ধারার চেয়ে মীরজাফরদের রক্তের ধারা বেশি দৃশ্যমান।প্রবল প্রত্যাশা নিয়ে আসা গনতান্ত্রিক সরকারকি পারবে ঘাপটি মেরে থাকা মীরজাফরদের বংশধরদের হাত থেকে দেশকে রক্ষা করতে?পারবে কি বিদেশী শক্তির যে ধ্বংসের অভিপ্রায় তা থেকে দেশকে বাঁচাতে? বাংলার সেনাপতিরা কি যুগে যুগে মীরজাফরের উত্তরাধিকার বয়ে বেড়াবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।