আমাদের কথা খুঁজে নিন

   

কে বনের রাজা ? বাঘ না বান্দর !?

ঘুম

আজকে অফিস থেকে বের হবার আগ মূহুর্তে এক সহকর্মী একটা ভিড্যু দেখতে দিলো। তুমিনালিতে ভিড্যুটা দেখে বেশ মজাই লাগলো। দেখা শেষে ভাবলাম সামুতে এটা সবার সাথে শেয়ার করব। ঠিক তখনই হঠাৎ কেন জানি দু'জন প্রিয় ব্লগাইন্নার কথা মনে পড়ে গেল। একজন তামিম ইরফান, আরেকজন বড় বিলাই।

এই ভিড্যুর সাথে এঁদের কিন্তু বিন্দুমাত্র সম্পর্ক নেই! কেউ কোন যোগসূত্র খুঁজতে যাবেন না যেন!! শুধু এটুকুই মনে পড়ছে যে অনেক আগে থেকে ইনাদের একজনের বান্দর বেলার কাহিনী পড়ে আসছি আর অন্যজনের সব লেখাতেই বাঘ-বাঘিনীদের ছবি দেখতে পাই। অন্য আর কিছু না। যাই হোক, ভিড্যুটা দেখে আমার বিশ্বাসই হয়নি যে এটা সত্যি সত্যিই কোন বনের ঘটনা। দেখে মনে হচ্ছিল হয়ত বা কোন সিনেমার কাটাংশ। এই যে সেই অসহায় এক জোড়া বাঘ আর মহা ফাজিল এক বান্দরের কীর্তিকলাপ (আড়াই মিনিটের, হিন্দী ভাষ্য) ... ইংরেজিতে আরো লম্বাটা দেখতে চাইলে তুমিনালি ভিডিও (সাড়ে ৪ মিনিট) দেখতে পারেন।

একটা পুচকে বান্দর কেমন করে দুই দুইটা নওজওয়ান বাঘকে নাকানি চুবানি খাওয়াইলো ভাবা যায়? ========================================== শিক্ষণীয় : - কথায় বলে - "জোর যার মুল্লুক তার"। অনেকে দুঃখ করে প্রশ্ন করেন, "নরমের উপর শক্তের অত্যাচার চলবে আর কদ্দিন?" এই ভিডিও দেখে মনে বিশ্বাস জন্মালো যে শুধু গায়ে জোর থাকলেই চলে না, মাথায় কিছু ঘিলুও থাকা লাগে। বুদ্ধির জোর থাকলে কীভাবে শক্তিশালীদের হারিয়ে দেয়া যায় এটা তার প্রকৃষ্ট একটা উদাহারণ বৈকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।