আমাদের কথা খুঁজে নিন

   

" মস্তিষ্ক বিকৃতি ঘটেছে " - ৩

একট হাসি, অলস দুপুর, এক ফোঁটায় জলের পুকুর।

অনেক আগে সিনথি আমাকে প্রশ্ন করেছিলো, আমার আশেপাশের সবাই এমন উল্টা পাল্টা কেন? আমি বেশ অবাক হয়ে বসেছিলাম, আসলেই কি তাই? তা দীর্ঘ তিন বছর পরে হঠাৎ সিনথিকে ইয়াদ করার কারণ কি হইতে পারে? বলছি, কাহিনী সেটাই। আমার দুইটা বন্ধু। তার মধ্যে একটা পাগল আর একটার মাথা খারাপ। কথাটা বলতেই মুন্নার প্রশ্ন, পার্থক্য কি? - একজন জেনে, শুনে, বুঝে, ভেবে, চিন্তে একটা ভুল ডিসিশন নিবে এবং সেইটা নিয়েই কাজ শুরু করবে।

আধ রাস্তা যাওয়ার পরে তার মনে হবে, ভুল হয়ে গেসে, আরও কিছু দূর গিয়ে মনে হবে, ভুলটা একটু বেশি হয়ে গেসে। আরও আধ রাস্তা গিয়ে বলবে, এই ভুল আর করবো না। আর রাস্তা শেষ করে বলবে, জীবনে যদি আর কখনও কোন ভুল করসি এম্নে। এবং পরের বারও একি ঘটনা ঘটাবে। এইটার মাথা পুরাই খারাপ।

- আর পাগলটা? - ওটা অল্প জেনে, না শুনে, বেশি বুঝে, খানিক ভেবে, খানিক চিন্তা করে একটা কাজ করবে এবং ঠিক করবে। আর সেইটা টের পাওয়ার পরে যথাসম্ভব ctrl+z টিপে ডাক দিবে, দোস্ত কি জানি কি করে ফেলসি, তুই একটু দেখ। আর আমি দেখানোর পরে বলবে, আমি ঠিক এইটাই করসিলাম তো, কিন্তু ঠিক যে করসি বুঝি নাই । মাঝে মাঝে ভাবি, সারা পৃথিবীর ৬০০ মিলিয়ন মানুষের মধ্যে এই আমি কি এক বান্দা যার পরিচিত সব কয়টা মানুষ এমন উন্মাদ ???


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।