আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছেলের ছোট বন্ধু যা বলল

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

তার বাবাও একজন ব্যাবসায়ী। সরকার ঘরির কাঁটা একঘন্টা এগিয়ে আনায় সে খুব খুশী। কারন তার বাবা আজকে টিভির খবর দেখতে খুব জলদি বাসায় ফিরবে। তার প্রথম প্রথম একটু অসুবিধা হবে। স্কুলে যাওয়ার জন্যে একঘন্টা আগে উঠতে হবে।

তবে সন্ধাবেলা অসুবিধা হবে। কারন ঘুমের সময় আর সন্ধা একসাথে হবে। বিকেল বেলার খেলা ছেড়ে তো পড়া যাবে না। সমস্যা একটা হলো বটে তার বাসায় আর পড়া হবে না। তবে দুপুরে ঠিক আছে।

একঘন্টা আগে যাবো একঘন্টা আগে আসবো। তবে বাসায় পড়তে পারবো না। টিভি চ্যানেল গুলো তাদের সময় ঠিক আগেরা টা রাখেনি। ৭.৩০শের খবর হয়েছে ৮.৩০ তারা একঘন্টা পিছিয়েছে। বিটিবি ঠিক ছিল।

তাছাড়া রাত্রের আজাইরা টিভি অনুষ্ঠান গুলো আইন করে বন্ধ করে দেয়া উচিত। তার সাথে ভারতীয় চ্যানেল চিরতরে বন্ধ করে দিতে হবে। বিদ্যুৎ এর লোডশেডিং আজ হয় নাই। ইহা একটি সূ-খবর সিষ্টেমলস ২২% রক্ষা করা জরুরী। তার মানে প্রায় ৮০০মেগাওয়াট বিদ্যুৎ চুরি হয় অথবা কোন শিল্প প্রতিষ্ঠান অবৈধ ভাবে কিনে নেয়।

শিল্প প্রতিষ্ঠান সহ সবাইকে ডিজিটাল বৈদ্যুতিক মিটার দেয়া হোক। আর সাথে চাই দেশীও প্রযুক্তির ট্রান্সফরমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।