আমাদের কথা খুঁজে নিন

   

জামায়েত এর পণ্য বয়কট প্রসঙ্গে

আজব পোকা মাথায় গুরে, কি করব নিজেই জানি না..... আজকাল সবাই জামাতিদের যত প্রতিষ্টান আছে সেগুলা বন্ধ করে দিতে বলছে। আমিও এর সাথে এক মত। কারন জামাতকে দুর্বল করতে হলে এর বিকল্প নেই। কিন্তু তার আগে আমার কিছু কথা আছে। আমরা কম বেশী বাংলাদেশের অর্থ নৈতিক অবস্থা জানি।

এখানে বেকারত্ব, দারিদ্রতা চরম মাত্রায় রয়েছে। বাংলাদেশের সকল সামাজিক সমস্যার মূল কারন হচ্ছে বেকারত্ব ও দরিদ্রতা। এখন যদি বিকল্প ব্যবস্থা না করে সকল জামাতি প্রতিষ্টান গুলকে বন্ধ করে দেয়া হয় তাহলে যেসব সাধারন মানুষ পথে বসবে তাদের দ্বায়িত্ব কে নিবে??? আপনি??? কেউ কেউ বলতেছে জামাতি দের যে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেগুলা বন্ধ করে দিতে ঠিক আছে বন্ধ করে দিলাম। এখন যে হাজার হাজার নিরীহ শিক্ষার্থীর ভবিষ্যত অন্ধকার হলো তাদের কে ভবিষ্যতের দ্বায়িত্ব আপনি নিবেন??? যারা পাশ করে গেছে বা পাশ করতে করবে সামনে আপনি নতুন করে কোন বিশ্ববিদ্যালয়ের থেকে সনদ পত্র দিবেন নাকি তাদের আবার নতুন করে শুরু করতে বলবেন সে ক্ষেত্রে টাকা কি আপনি দিবেন?? বাংলাদেশে চিকিতসা সেবার প্রাপ্যতা আমরা সবাই জানি। জামাতিদের হাসপাল গুলাও আপনারা বন্ধ করতে চাচ্ছেন ঠিক আছে করেন।

তার আগে ইবনে সিনা, ইসলামী ব্য্যাঙ্ক বা ইঊনাইটেড এর মত হাসপাতাল প্রতিষ্টা করুন তার পর ভেবে দেখবেন। জামাত বাংলাদেশে হাজার হাজার কাওমি এবং আলিয়া মাদ্রাসা প্রতিষ্টা করেছে। এই সব দ্বীন শিক্ষা প্রতিষ্টান বন্ধ করতে বলা হচ্ছে। যেখানে হাজার শিক্ষারথী ইসলামের দীক্ষা পাচ্ছে। আপনি বা আপনার বাবা কয়টা মাদ্রাসা এই পর্যন্ত প্রতিষ্টা করসেন??? হয়তো এখানে থেকে অনেকেই শিবিরে যোগ দেয়, কিন্তু সবাই না।

এখান থেকে শিবির কর্মী দের সনাক্ত করে বহিস্কার করা যেতে পারে। তাই আগে মাদ্রাসা বানান তার পর বন্ধ করতে বলেন। জামাতিরা বিভিন্ন শরীয়াহ ভিত্তিক অর্থিক প্রতিষ্টান স্থাপন করেছে। যেগুলা বেশ লাভ জনক প্রতিষ্টান এবং সরকার এখানে থেকে বিপুল অর্থ ট্যক্স হিশাবে পায়। এগুলা বন্ধ কররে দিলে সরকার যেমন রাজস্ব হারাবে তেমনি অনেক মানুষ কর্মহীন হয়ে যাবে।

এই সবের দায় কে নিবে আপনি??? যদি বলেন সরকার সব দ্বায়িত্ব নেবে তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন কারন সরকারের সে যোগ্যতা নেই। এই ক্ষেত্রে এইসব প্রতিষ্টানের দ্বায়িত্ব/ মালিকানা তৃতীয় কোন পক্ষের কাছে যারা অজামাতি বা অরাজনৈতিক তাদের কাছে হস্তান্তর করা যেতে পারে বা আর অন্য পদক্ষেপ নেয়া যেতে পারে যেটা দেশের বড় বড় অর্থনীতিবিদগন ভাল বলতে পারবেন। "সুতরাং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না" হুযুগে নিজের ক্ষতি নিজে করবেন না। বি. দ্রঃ আমার এই লিখা পড়ে কেউ যদি আমাকে জামাতি বলে গালি দেন তাতে আমার কিছুই আশে যায় না। এক জন সাধারন মানুষ হিশাবে যা মনে হইসে সেটাই তুলে ধরছি।

আর জেবতিক ভাইকে বলব আপনার মতো এরকম সচেতন মানুষ এই ধরনের কথা কিভাবে বলেন সেটা আমার বোধগম্য নয়। আর ইদানিং আপনার কর্মকান্ডে মনে হচ্ছে আপনি আন্দলনের পাশা পাশি নিজের পপুলারিটি বড়ানর জন্য বেশ আটঘাট বেধে নেমেছেন। অনেকটা রথ দেখা আর কলা বেচার মতো। আপনারা শুধু বলেই যাবেন কাজের কাজটা কেউ করবেন না। জানেনতো কবি বলেছেন - আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় বড় না হয়ে কাজে বড় হবে।

আমরা সাধারন মানুষরা সেই ছেলের অপেক্ষাতেই আছি। ধন্যবাদ!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.